BRAKING NEWS

এ বছর জাঁকিয়ে শীতের আশা না করাই ভালো, জানাল মৌসম ভবন

coldনয়াদিল্লি ও কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): এ বছর জাঁকিয়ে শীত পড়ার আশা না করাই ভালো| নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল, এমনই সময় চিন্তার পূর্বাভাস দিল মৌসম ভবন| মৌসম ভবনের আবহবিদরা জানিয়েছেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ০.৫ থেকে ১ ডিগ্রি পর‌্যন্ত বেশি থাকবে| নভেম্বর ও ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৫ থেকে ০.৭৫ ডিগ্রি পর‌্যন্ত বেশি থাকবে| জানুয়ারিতে গিয়ে সেটা এক ডিগ্রি পর‌্যন্ত বাড়তে পারে| বিশ্ব উষ্ণায়ণের জন্যই হয়তো তাপমাত্রা বাড়ছে| মৌসম ভবনের এক আধিকারিক জানিয়েছেন, ‘উষ্ণায়ণের প্রভাব কয়েকবছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে| ২০১৫-র শীতকাল যথেষ্ট গরম ছিল| তবে এই শীতের মরশুম গরম হলেও গত বছরের মতো হয়তো হবে না|’
গত কয়েকদিন ধরেই হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছিল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়| রাতে ও ভোরের দিকে শীত শীত অনুভত হচ্ছিল| তবে, ৱুধবার থেকে ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ| আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার এই স্থিতাবস্থা বজায় থাকবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *