BRAKING NEWS

ছোটরা উত্তর দিলে বাবার কী দরকার, সংসদে মোদীর গরহাজিরা নিয়ে জবাব বাৱুলের

babul-supriyoনয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী কেন গরহাজির সংসদে, সে বিষয়ে মঙ্গলবার প্রশ্ন তোলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী | তিনি বলেন, প্রধানমন্ত্রী টিভিতে বক্তৃতা দিতে পারেন | পপ কনসার্টে কথা বলতে পারেন| তা হলে সংসদে নয় কেন? বিরোধীদের ওই প্রশ্নের জবাব এবার পালটা প্রতু্যত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাৱুল সুপ্রিয়|
তিনি বলেন, ছোটরাই যখন এঁদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, তখন বাবার আসার কী দরকার ? অর্থাত, নোট বাতিল ইসু্যতে বিরোধীদের প্রশ্নের উত্তর যখন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদরা দিচ্ছে,তখন প্রধানমন্ত্রীর হাজির হওয়ার কী প্রয়োজন ?
এই ইসু্যতে বিরোধীদের একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুও| বলেন, এখন প্রতিটি বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর উপর দোষারোপ করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে| পাশাপাশি, প্রধানমন্ত্রীর এত জনপ্রিয়তা বাড়ছে যে তাতে চোখে সর্ষে ফুল দেখছে বিরোধীরা| এর আগে কংগ্রেসের তরফে মঙ্গলবার ফের প্রশ্ন তোলা হয়, নোট বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে এখনও নীরব কেন ? তার উপর নোট বাতিলের জেরে ব্যাঙ্ক ও -এর লাইনে দাঁড়িয়ে মৃতু্যর ঘটনায় মুখ না খোলার জন্য প্রধানমন্ত্রীকেও আক্রমণ করে তারা| এদিকে নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই একজোট হতে শুরু করেছে বিরোধীরা| তারা এনিয়ে বৈঠকও করেছে| এরমধ্যেই ৱুধবার যন্তরমন্তরে ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের| নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *