BRAKING NEWS

সুপ্রিম কোর্টে খারিজ আবেদন, জেটলির মানহানির মামলা থেকে রেহাই পেলেন না কেজরিওয়াল

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে খারিজ অরবিন্দ কেজরিওয়ালের আবেদন | কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির করা মানহানির মামলা থেকে এখনই নিষ্কৃˆতি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমী পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| মঙ্গলবার তাঁর বিরুদ্ধে অরুণ জেটলির দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট| কেজরিওয়ালের হয়ে আদালতে সওয়াল করছিলেন আইনজীবী রাম জেঠমালানি| কিন্তু বিচারক জানিয়ে দেন উপযুক্ত প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না |
এদিন রাম জেঠমালানি বিচারপতির উদ্দেশে তিনি বলেন, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে রক্ষা করা সুপ্রিম কোর্টের দায়িত্ব| সাধারণ মানুষ হিসেবে রাজনীতিককে প্রশ্ন করা অধিকার কি নেই? একসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলতে পারে না বলেও দাবি করেন তিনি| কিন্তু তাতে আমল দেয়নি আদালত| বলা হয়েছে, মামলার খারিজ করতে কেজরিওয়াল আবেদন জানিয়েছেন বটে| তবে উপযুক্ত প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না |
প্রসঙ্গত, বছরের শুরুতে দিল্লি এবং েজলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) দুর্নীতি মামলায় অর্থমন্ত্রী অরুণ জেটলির দিকে সরাসরি আঙুল তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল| অভিযোগ করেন, দীর্ঘ ১৩ বছর ধরে ডিডিসিএ-র দায়িত্বে থাকার সময় কোটি কোটি টাকা নয়ছয় করেছিলেন বর্তমান অর্থমন্ত্রী|
তবে সব অভিযোগ অস্বীকার করেন েজটলি| তিনি উল্টে কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা ঠোকেন| ১০ কোটি টাকা ক্ষতিপূরণও চান| মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল| সেই আবেদনই মঙ্গলবার খারিজ করল শীর্ষ আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *