BRAKING NEWS

বিদ্যুৎস্পৃষ্টে জখম সাংবাদিক, নিগমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

electric-shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ভাড়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক সাংবাদিক৷ তার নাম অলডিন মজুমদার৷ চিত্তরঞ্জন রোডের একটি বাড়িতে তিনি সপরিবারে ভাড়া থাকতেন৷
বিদ্যুৎপরিবাহী উচ্চ ক্ষমতাসম্পন্ন ওভারহেট তার গুলি রাজধানী আগরতলা শহর সহ প্রায় সর্ব এই বিপজ্জনক অবস্থার ঝুলছে৷ বহুতল বাড়ি গুলির গা ঘেষেও রয়েছে এসব বিদ্যুৎ পরিবাহী তার৷ বিদ্যুৎনিগম সবকিছু জেনে শুনেও কোন পদক্ষেপ নিচ্ছেনা৷ তাতে প্রায়ই অঘটন ঘটে চলেছে৷ গতরাতে রাজধানী আগরতলা শহরের চিত্তরঞ্জন রোডে একটি বাড়ির গ্রীলে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎপরিবাহী তার স্পর্শ হয়ে এক সাংবাদিক গুরুতরভাবে জখম হয়েছেন৷ তার নাম অলডিন মজুমদার৷ তার হাত ঝলসে গেছে৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন৷ আহত সাংবাদিক অলডিন মজুমদার অভিযোগ করেন, রাতে তিনি ঘর থেকে বেরিয়ে বারন্দায় আসেন৷ তখন হালকা বাতাস বইছিল৷ থুথু ফেলতে লোহার গ্রীলের কাছে যেতেই বিদ্যুৎপরিবাহী তার তাকে আকর্ষণ করে৷ এক ঝটকায় তিনি বারন্দায় পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যান৷ কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে অন্যদের ডাক দেন৷ তাকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার হাতের ৪০ শতাংশ ঝলসে গেছে৷ বিদ্যুৎ নিগমের গাফিলতিকেই তিনি ঘটনার জন্য দায়ী করেছেন৷ বারবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ নিগম তার সরিয়ে নেয়নি কিংবা কভার লাগিয়ে দেয়নি৷ বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে এধরনের গাফিলতির অভিযোগ প্রায় প্রতিদিনই মিলছে৷ কিন্তু তারা কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত৷ হেলদোল নেই নিগম প্রশাসনের৷ বিদ্যুৎ নিগমের পাপের বোঝা বইতে গিয়ে প্রান দিতে হচ্ছে মানুষ ও অবলা প্রাণীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *