BRAKING NEWS

নোট বদলাতে প্রয়োজন নেই পরিচয়পত্রের ফটোকপি, জানাল আরবিআই

RBIনয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক ও তাঁর শাখায় অথবা দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও প্রাইভেট ব্যাঙ্কে টাকা জমা দিতে অথবা তোলার সময়ে পরিচয়পত্রের কোনও ফটোকপি জমা রাখতে হবে না| এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| আরবিআইয়ের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা বা জমা দেওয়ার সময়ে কোনও পরিচয়পত্রের ফটোকপি জমা রাখতে হবে না গ্রাহকদের| শুধু আসল পরিচয়পত্র দেখালেই হবে|
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখা থেকেও একই কথা বলা হয়েছে| স্টেট ব্যাঙ্কের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্কের শুধুমাত্র রিকুইজিশন স্লিপের বিবরণ ও নম্বরগুলি প্রয়োজন| যা দিয়ে নথিভুক্ত বিবরণ মেলানো যেতে পারে| ব্যস এটুকুই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *