BRAKING NEWS

ফের বিপাকে সলমন, চিঙ্কারা হরিণ মামলায় নোটিস পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

supreme-courtনয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): শান্তি আর পাচ্ছেন না সল্লু মিঞা| ফের একবার বিপাকে পড়লেন বলিউড অভিনেতা সলমন খান| শুক্রবার চিঙ্কারা হরিণ হত্যা হামলায় সলমন খানের মুক্তির বিরুদ্ধে রাজস্থান সরকারের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট| এছাড়া তাঁর বিরুদ্ধে নোটিস পাঠানোর নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
১৮ বছরের পুরনো চিঙ্কারা হরিণ হত্যা মামলায় ২০০৭ সালে সলমনকে দোষী সাব্যস্ত করে এক বছরের এক বছরের জেল ও ৫ বছরের শর্তসাপেক্ষ কারাবাসের নির্দেশ দেওয়া হয়ছিল| এক সপ্তাহ যোধপুরের একটি জেলে থাকার পর জামিন পেয়ে গিয়েছিলেন সলমন| তারপর উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে রাজস্থান হাইকোর্ট সলমনকে এই মামলায় ক্লিনচিট দেয়| অক্টোবরে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজস্থান সরকার| তাদের দাবি, হরিণ হত্যা মামলায় ঘোষিত শাস্তির পুরোটাই হাজতে কাটাতে হবে সলমনকে| পাশাপাশি সলমনের বিরুদ্ধে সমস্ত তথ্য-প্রমাণ সঠিকভাবে যাচাই করে দেখতে বলে| সেই আবেদনই গ্রহণ করল শীর্ষ আদালত|
১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শু্যটিংয়ের সময় গুলি করে মারা হয়েছিল বিরল প্রজাতির দুটি চিঙ্কারা হরিণকে| ২৬ সেপ্টেম্বর ভাওয়াদ এবং ২৮ সেপ্টেম্বর গোদা ফার্মে ঘটনা দুটি ঘটেছিল| সলমন খান সহ আরও সাত জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *