BRAKING NEWS

আফগানিস্তানে জার্মান দূতাবাসে বিস্ফোরণ, তালিবানি হামলায় মৃত ৪

bomb-blastকাৱুল, ১১ নভেম্বর (হি.স.): আফগানিস্তানে জার্মান দূতাবাসে বিস্ফোরণে মৃতু্য হল ৪ জনের| আহত হয়েছেন শতাধিক নিরীহ মানুষ| স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফে জার্মান দূতাবাসে বিস্ফোরণ হয়| বিস্ফোরণের দায় স্বীকার করে তালিবান জানিয়েছে, কুন্দুজ শহরে ন্যাটোর এয়ার স্ট্রাইকের প্রতিশোধ নিতেই এই আত্মঘাতী বিস্ফোরণ|
ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে জার্মান দূতাবাসের পাঁচিলে আঘাত করে| সঙ্গে চলে এলোপাথাড়ি গুলি| বিস্ফোরণের তীব্রতায় দূতাবাসের আশেপাশে দোকানের কাচের জানলা ভেঙে গিয়েছে| খবর পেয়ে ঘটনাস্থলে এসে জার্মান দূতাবাসের চারিদিক ঘিরে ফেলে জার্মান সেনা ও ন্যাটো বাহিনী| জঙ্গিদের সঙ্গে চলে গুলির লড়াই| পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণে এখনও পর‌্যন্ত ৪ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ| তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহত ও নিহত আফগান পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মান বিদেশমন্ত্রী ফ্রাঙ্ক ওয়ালটার হেস্টইনমেয়ার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *