BRAKING NEWS

দূরবর্তী অঞ্চলের সার্বিক বিকাশে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুসংহত করতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৪ নভেম্বর৷৷ রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলির সার্বিক উন্নয়নে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি

শুক্রবার মনু কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি - তথ্য দপ্তর৷
শুক্রবার মনু কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি – তথ্য দপ্তর৷

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুসংহত করার উপর সরকার সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে৷ গ্রামীণ জনপদগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করে মানুষের আর্থ সামাজিক বিকাশকে ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য৷ আজ লংতরাইভ্যালী মহকুমার মনু ও ছাওমনু ব্লকের উন্নয়ন কর্মসূচী নিয়ে এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ মনু ব্লক কার্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক নিরাজয় ত্রিপুরা, মনু বি এ সি-র চেয়ারম্যান মতিলাল শুক্ল বৈদ্য, এম ডি সি চাম্পারায় আসলং, এম ডি সি বদরবুম হালাম, প্রধান সচিব ড জি এস জি আয়েঙ্গার, ধলাই জেলার জেলা শাসক বিকাশ সিং, পুলিশ সুপার জলসিং মিনা, অতিরিক্ত জেলা শাসক দিলীপ কুমার চাকমা, লংতরাইভ্যালী মহকুমার মহকুমা শাসক সুভাষ চন্দ্র সাহা, দুই ব্লকের বি ডি ও দ্বয় এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার মনু এবং ছাওমনু ব্লক এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুতায়ন, সেচ, কৃষি, পানীয় জল ও স্বাস্থ্য বিধান, ইন্দিরা আবাস যোজনা, রাজ্য সরকারের আবাসন প্রকল্প, প্রধানমন্ত্রী আবাসন যোজনা , সামাজিক ভাতা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত ভাবে পর্যালোচনা করেন৷ মুখ্যমন্ত্রী মনু- ছাওমনু সড়ক, লালডিংগা বাড়ি থেকে তুইচন্দ্র পাড়া, মানিকপুর থেকে হাজিরাই দুর্গাছড়া রাইমণি সহ বিভিন্ন জনপদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার বিস্তারিত খোঁজখবর নেন৷ মুখ্যমন্ত্রী এই দুই ব্লকের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য পূর্ত দপ্তরের আধিকারিক ও বি ডি ওদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবার জন্য বি এ সি-র চেয়ারম্যানদের নির্দেশ দেন৷ এই সব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী আগামী ১০ নভেম্বর পূর্ত দপ্তরের প্রধান সচিব, বি এ সি-র চেয়ারম্যানগণ, জেলা শাসক, বি ডি ও গণ ও পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করারও নির্দেশ দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, মনু ও ছাওমনু ব্লকের ১২টি জনবসতির মধ্যে সড়ক নির্মাণের কাজ ২০১৭-র মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী দুই ব্লকের বিদ্যুতায়নের বর্তমান অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন৷ বিদ্যুৎ নিগমের আধিকারিক জানান, এই দুই ব্লকের ২৬৭টি জনপদে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে৷ আগামী অর্থ বছরে ১২০টি জনবসতির মধ্যে বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারিত করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সেচ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে কৃষির উন্নয়ন সম্ভব নয়৷ কৃষির বিকাশ ছাড়া গ্রামীণ মানুষের জীবিকার মানও উন্নত হবেনা৷ পর্যালোচনা সভায় জল সম্পদ দপ্তরের আধিকারিক জানান, এই দুই ব্লকে ৬৭৩৮ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে৷ এরমধ্যে সেচের আওতায় রয়েছে ৩৪১২ হেক্টর৷ ২০১৭ -র মার্চের মধ্যে আরও ১০০ হেক্টর চাষযোগ্য জমি সেচের আওতায় আনা হবে৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, সরকার মানুষের সামগ্রিক বিকাশের লক্ষ্যে কাজ করছে৷ সরকারের কর্মসূচী বাস্তবায়নে আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে কাজ করার জন্য তিনি পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী এই দুই ব্লকের পানীয় জল সরবরাহ সম্পর্কে খোঁজখবর নেন৷ সভায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক জানান, এই দুই ব্লকে আরও ১০টি পানীয় জলের উৎস তৈরী করা হবে৷ যেখানে পানীয় জলের উৎস তৈরী করা সম্ভব নয়, সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন জনবসতি এলাকায় পানীয় জল পৌঁছে দেয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রী পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন পাহাড়ের উপর ট্যাঙ্ক নির্মাণ করে সৃষ্টির জল সংরক্ষণ করে জলের সমস্যা সমাধানের উদ্যোগ নিতে৷ মুখ্যমন্ত্রী ছাওমনু ব্লকের মণিমোহন পাড়া, থালছাড়া, গর্জনপাশা এলাকার পানীয় জলের উৎসগুলো পরিদর্শন করার জন্য বি এ সি’র চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ এই দুটি ব্লকের যে সমস্ত অঙ্গনওয়াণী কেন্দ্র ও সুকলে শৌচালয় নির্মাণের কাজ সম্পন্ন হয়নি তা দ্রুত শেষ করার জন্য বি ডি ও দের উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও বাজার, মোটরস্যান্ড, হাসপাতালের নিকটবর্তীস্থানে কমিউনিটি শৌচালয় নির্মাণ করার জন্যও তিনি বি ডিও দের নির্দেশ দিয়েছেন৷ বিভিন্ন আবাসন প্রকল্পে দলমতের উধের্ব উঠে সুবিধাভোগী নির্বাচনের উপর মুখ্যমন্ত্রী সভায় গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, যারা প্রকৃত গৃহহীন তাদেরকেই সুবিধাভোগী নির্বাচন করতে হবে৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী দুইটি ব্লকের বিভিন্ন সামাজিক ভাতার বিষয়ে খোঁজখবর নেন৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সভায় জানান, এই দুই ব্লকে ১০৮২৩ জন বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের আওতায় রয়েছেন৷ এই দুই ব্লকে ২০৩ জন ভাতা প্রাপকের তাদের বাড়িতে ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী সভায় দুই ব্লকে স্বাস্থ্য পরিষেবার বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন৷ ব্লকের বিভিন্ন জনপদে জল বাহিত রোগ বা জ্বর হলে জনসাধারন যাতে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করান সে বিষয়ে নজর রাখার জন্য মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন৷ পর্যালোচনা সভার শেষে মুখ্যমন্ত্রী লংতরাইভ্যালী মহকুমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *