BRAKING NEWS

ওবিসি সমবায় উন্নয়ন নিগম লিঃ এর নতুন বোর্ড অব ডিরেক্টর গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ ত্রিপুরা ওবিসি সমবায় উন্নয়ন নিগম লিঃ এর নতুন বোর্ড অব ডিরেক্টর গঠিত

শুক্রবার আগরতলায় এসসি কর্পোরেশনের নব গঠিত কমিটিকে নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছে৷ নিজস্ব ছবি৷
শুক্রবার আগরতলায় এসসি কর্পোরেশনের নব গঠিত কমিটিকে নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছে৷ নিজস্ব ছবি৷

হয়েছে৷ পাঁচ বছরের জন্য গঠিত নতুন বোর্ড অব ডিরেক্টরে চেয়ারম্যান সহ মোট আট জন রয়েছেন৷ চেয়ারম্যান হয়েছেন ব্রজ গোপাল ভৌমিক৷ এছাড়া সাত জন বোর্ড অব ডিরেক্টরের মধ্যে দুইজন মহিলা রয়েছে৷ এবরাই প্রথম মহিলা বোর্ড অব ডিরেক্টর করা হয়েছে৷ এই দুই মহিলা বোর্ড অব ডিরেক্টর হলেন কমল রাণী শিল এবং হেলেন ঘোষ৷ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বোর্ড অব ডিরেক্টর গঠনের বিষয়ে অবহিত করেন চেয়ারম্যান ব্রজ গোপাল ভৌমিক৷
শ্রীভৌমিক নিগমের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে জানিয়ে বলেন, ১৯৯৬-৯৭ অর্থবর্ষে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা ওবিসি সমবায় উন্নয়ন নিগম লিঃ৷ নিগম ত্রিপুরা সরকারের প্রতিশ্রুতি সাপেক্ষে জাতীয় পশ্চাদপদ শ্রেণী ও আর্থ উন্নয়ন নিগম থেকে ঋণ গ্রহণ করে রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্তদের আর্থ, সামাজিক, শিক্ষা ও স্ব-উদ্যোগী করে তোলার লক্ষ্যে যেকোন ধরনের ব্যবসার জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে৷ কৃষি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, পরিবহণ ক্ষেত্র, উচ্চশিক্ষা সহ মহিলাদের জন্য বিশেষ ঋণ প্রদানের ব্যবস্থা করে৷ পাশাপাশি ক্ষুদ্র প্রকল্পের জন্যও ঋণ প্রদান করা হয়৷
বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান জানিয়েছেন, নিগম ১৯৯৬-৯৭ ইং থেকে ২০১৫-১৬ ইং অর্থবর্ষে মোট ৬৫২৫ জনকে মোট ৭৬১০ কোটি টাকা ঋণ প্রদান করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *