BRAKING NEWS

পৃথক চার জায়গায় যান সন্ত্রাসের বলি এক, গুরুতর জখম আটজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যে পথ দুর্ঘটনার হার ক্রমশই বেড়ে চলেছে৷ ৪টি পৃথক স্থানে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ অপর ৮ জন আহত হয়েছেন৷
রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জনমনে পথ চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে, ৪টি পৃথক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর ৮ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ দক্ষিণ জেলার জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বুধবার পথ দুর্ঘটনায় এক গৃহ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম পঙ্কজ বৈদ্য৷ পথ দুর্ঘটনায় গৃহশিক্ষকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
দক্ষিণ জেলার জোলাইবাড়িতে পথ দুর্ঘটনায় এক গৃহশিক্ষকের মৃত্যু হয়েছে৷ মৃত গৃহশিক্ষকের নাম পঙ্কজ বৈদ্য৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে৷ গৃহশিক্ষক পঙ্কজ বৈদ্য টিউশন করার জন্য বাইক নিয়ে বের হয়েছিলেন৷ জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন৷ তখনই বাইখোড়া থেকে জোলাইবাড়িগামী একটি কমান্ডার জীপ দ্রুতবেগে এসে বাইকটিকে ধাক্কা দেয়৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন পঙ্কজ বৈদ্য৷ তাকে প্রথমে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে দক্ষিণ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবি নিয়ে আসার পথে তার মৃত্যু হয়৷
মৃতদেহটি গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ জানা যায়, তিনি মাত্র দেড় বছর আগে বিয়ে করেন৷ মাত্র ১ মাস বয়রের একটি পুত্র সন্তান রয়েছে৷ এদিকে পুলিশ গাড়িটি আটক করেছে৷ চালক পলাতক৷
এছাড়া বুধবার বেলা তিনটা নাগাদ বোধজংনগর থানাধীন নোয়াবাদীর আমতলীতে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অবসরপ্রাপ্ত এক বিএসএফ জওয়ান৷ তার নাম অনিলচন্দ্র গুপ্ত৷ তার বাড়ি নরসিংগড়ে৷ নোয়াবাদীর আমতলী এলাকায় একটি পাথর বোঝাই ট্রিপারকে ওভারট্রেক করার সময় ট্রিপারের সঙ্গে ধাক্কা লেগে বাইক নিয়ে ছিটকে পড়ে যান অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ট্রিপার চালক৷
গত ভোর রাতে রাণীরবাজার থানাধীন বৃদ্ধিনগরে আসাম-আগরতলা জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা হলেন বিশ্বজিৎ দাস ও মুন্না দেবনাথ৷ তারা খয়েরপুরের বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে মোহনপুরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল৷ তখনই বৃদ্ধিনগরে দুর্ঘটনা ঘটে৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে প্রথমে রাণীরবাজার হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷
মনুতে পথ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন৷ একটি বাস ও ম্যাজিক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ৫ জন যাত্রী আহত হয়৷ আহতদের প্রথমে মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ২জনকে জিবিতে স্থানান্তর করা হয়৷ তারা হল মনুঘাটের নোটন সরকার ও কৈলাসহরের মন্টি দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *