BRAKING NEWS

গরুর পায়ের নিচে শুয়ে পড়ে ক্ষমা প্রার্থনা, অভিনব উপায়ে নববর্ষ পালন গুজরাতের দাহোদে

gujratআহমেদাবাদ, ১ নভেম্বর (হি.স.): গুজরাতের দাহোদ জেলায় একেবারে অভিনব উপায়ে নববর্ষ পালন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন| গরুর পায়ের নিচে শুয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন তঁারা|  প্রায় আড়াইশো বছরের পুরনো এই প্রথা `গাই গৌরি উত্সব’ নামে পরিচিত| নিয়ম অনুযায়ী, গরুর সামনে শুয়ে পড়েন আদিবাসীরা| এরপর তঁাদের উপর দিয়ে চলে যায় গরু| অন্যান্য বছরের মতো এ বছরও `গাই গৌরি উত্সব’ দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের পর্যটকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *