নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ রবিবার রাজ্যের আটটি জেলায় আটটি পরীক্ষা কেন্দ্রে ত্রিপুরা টিচার্স ইলিজিবিলিটি টেস্ট ২০১৬ শীর্ষক পরীক্ষা গ্রহণ করা হবে৷ রাজ্যের আটটি জেলার এই পরীক্ষাকেন্দ্রগুলি হচ্ছেঃ আগরতলা (এম বিবি কলেজ), বিলোনীয়া (আই সি ভি কলেজ), ধর্মনগর (ধর্মনগর ডিগ্রী কলেজ), কৈলাসহর(রামকৃষ্ণ মহাবিদ্যালয়), কমলপুর (কমলপুর ডিগ্রী কলেজ), খোয়াই (ডি ডি এম কলেজ), সোনামুড়া(কবি নজরুল মহাবিদ্যালয়) এবং উদয়পুর (নেতাজী সুভাষ মহাবিদ্যালয়)৷ উল্লেখ্য যে রাজ্য এ নিয়ে দ্বিতীয়বার ত্রিপুরা টিচার্স ইলিজিবিলিটি টেস্ট শীর্ষক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে৷ ২০১৬ সালের এই পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকতার যোগ্যতামান অর্জনের জন্য টেট প্রথম পত্রের আবেদনকারীর সংখ্যা ১৫৬ জন এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকতার যোগ্যতামান অর্জনের জন্য টেট দ্বিতীয় পত্রের আবেদনকারীর সংখ্যা ৯৭৩ জন৷
টেট প্রথম পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত৷ টেট দ্বিতীয় পত্রের পরীক্ষা গ্রহণ করা হবে বিকেল ১টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত৷ উভয় ক্ষেত্রেই পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ডে উল্লিখিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে৷
সকল পরীক্ষার্থীকে তার টেট অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র (অ্যাডমিট কার্ডে উল্লিখিত তালিকা থেকে যে কোন একটি) অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে৷ অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না৷ পরীক্ষার্থীকে ও এম আর উত্তরপত্রে উত্তর চিহ্ণিত করার জন্য কালো বলপয়েন্ট কলম সঙ্গে নিয়ে আসতে হবে৷
টেট অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং কালো বলপয়েন্ট কলম ছাড়া অন্য কোনও বই, খাতা, ছাপানো বা হাতে লেখা কাগজ, পত্রিকা, ম্যাগাজিন, ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না৷ পরীক্ষা কেন্দ্রে কোনও রকমের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, পেজার, ইয়ারফোন, ব্লু-টুথ ডিভাইস, পেন-ক্যামেরা, বাটনহোল-ক্যামেরা, স্ক্যানার, ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা-এর পরীক্ষা নিয়ামক আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷