BRAKING NEWS

পাকিস্তানকে সন্ত্রাস রপ্তানিকারী দেশ বলে কড়া ভাষায় আক্রমণ মোদির

কোঝিকোড়, ২৪ সেপ্ঢেম্বর৷৷ উরির সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনায় শনিবার পাকিস্তানকে কড়া ভাষায় narendra modiআক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুধু তাই নয়, তাঁর গোটা  বক্তব্যে প্রতিবেশী এই দেশকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ মানেই পাকিস্তান৷ পাকিস্তান সন্ত্রাস রপ্তানি করে৷ উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর কেরলের কালিকটে প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখেন৷ প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই মালায়ালাম ভাষায় সবাইকে স্বাগত জানান৷ কেরলের এই প্রকাশ্যে জনসভায় তিনি পাকিস্তানকে তীব্র আক্রমম করে বলেন, বিশ্বের যেখানেই সন্ত্রাস হয় সেখানেই নাম ওঠে পাকিস্তানের৷ এশিয়াতে ওরাই একমাত্র দেশ যারা সন্ত্রাসে মদত জোগায়৷ বিশ্বজুড়ে রক্ত ঝরাচ্ছে এই একটাই দেশ৷ তিনি আরও বলেন, উরিতে জওয়ানদের মৃতুয দেশ কখনই ভুলব না৷ ভ ারত তার জওয়ানদের নিয়ে গর্বিত৷ সম্প্রতি ১১০  জন জঙ্গিকে মেরেছে ভারতীয় সেনা৷ সন্ত্রাসবাদের সামনে কখনই আমাদের দেশ মাথা নত করিন, আগামীদিওে করবেও না৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম না করে তিনি কটাক্ষ করে বলেন, সন্ত্রাসবাদীরা যে বক্তব্য লিখে দেন, সেই পাঠই পড়েন৷ তিনি পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নাম না করে আরও বলেন, আপনাদের কাছে একসময় পূর্ব পাকিস্তান ছিল৷ সেটা সামলে রাখতে পারেননি৷ আজ গিলগিট সামলাতে পারেন না বালোচিস্তানও সামলাতে পারছেন না বলে মোদী তীব্র কটাক্ষ করেন৷  তিনি আরও বলেন, এর আগে ১৭ বার জঙ্গিদের পাঠিয়ে দেশকে তছনছ করে দিতে চেয়েছিল শক্ররা৷ আমাদের সেনাবাহিনী ১৭ বার তাদের প্রয়াস ব্যর্থ করেছে৷ ভারতীয় সেনাদের মনোবল তাই তুঙ্গে৷ আর সেটাই আমাদের দেশের সবথেকে বড় শক্তি বলে প্রধানমন্ত্রী প্রকাশ্যে জনসভায় জানান৷ প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখতে উঠে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু  বলেন, সন্ত্রাসের কোনও ধর্ম হয় না৷ কিন্তু অপরাধের ঢাকা দিতে কিছু মানুষ একে ধর্মের রূপ দেওয়ার চেষ্টা করছে৷ তিনি আরও বলেন, আমাদের কাছে দেশ সবার আগে৷ তারপর দল৷ এবং সবার শেষে ব্যক্তি৷ এদিন বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে যোগ দিতে কেরলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দুদিনের  এই বৈঠক এদিন থেকে শুরু হয়েছে৷ এই বৈঠকে যোগ দিতে বিজেপির শীর্ষ নেতারা কেরলে এসেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *