BRAKING NEWS

রাজ্যে রান্নার গ্যাসের সংকট তীব্র, হেলদোল নেই প্রশাসনের, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ শারদোৎসবের প্রাক্লগ্ণেও রাজ্যজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট৷ কোন ভাবেই গ্যাসের ব্যাকলগ ৫০ দিনের নিচে নামছে না৷ প্রতিটি এজেন্সিতেই গ্যাস নেই এর সাইনবোর্ড ঝুলানো৷ তবে এই সংকট নিরসনে কোন উদ্যোগ নিচ্ছে না আইওসি কর্তৃপক্ষ৷
আসামের লোয়ারপোয়া জাতীয় সড়কের বেহাল দশার জন্য চলতি বছরের মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত টানা তিনমাস নিয়মিত গ্যাস আসতে পারেনি রাজ্যে৷ ফলে গ্যাসের ব্যাকলগ গিয়ে দাঁড়ায় দুই মাসের উপর৷ আগস্টের প্রথমে জাতীয় সড়ক সংস্কার হওয়ার পর বিশালগড় ও শিলচর বটলিং প্ল্যান্ট থেকে কিছু কিছু গ্যাস সরবরাহ করায় ব্যাকলগ কিছুটা কমে আসে৷ এর মধ্যেই বিশালগড় প্ল্যান্টে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ ফলে কমে যায় উৎপাদন৷ বহু পুরোনো যন্ত্রপাতি দিয়ে বেশিদিন বেশি গাণি বটলিং করা যাবে না৷ তার চেয়ে বেশি যাতে বটলিং না করা হয় এর জন্য বলাও হচ্ছে প্ল্যান্টকে৷
অন্যদিকে, শিলচর প্ল্যান্টেও নানা সমস্যা তৈরি হয়েছে৷ তাই শিলচর থেকেও সিলিন্ডার সরবরাহ কম হচ্ছে৷ যেখানে শিলচর বটলিং প্ল্যান্টে থেকে প্রতিদিন ১৫-১৬ গাড়ি সিলিন্ডার গ্যাস পাঠানো হবে র াজ্যে৷ সেখানে ৭-৮ গাড়ি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে৷ ফলে চাহিদা অনুযায়ী যোগান সম্ভব হচ্ছে না৷ এদিকে, বিশালগড় বটলিং প্ল্যান্টে সারি সারি বালু দাঁড়িয়ে আছে৷ নিয়মমত বটলিং প্ল্যান্ট থেকে গ্যাস সরবরাহ না করায় গ্যাস লংকট তীব্র আকার ধারণ করেছে৷
সামনেই শারদোৎসব৷ রাজ্যজুড়ে এভাবে গ্যাস সংকট চললে আগামীদিনে সমস্যা আরো বাড়বে বলে ধারণা করা যাচ্ছে৷ এদিকে গ্যাস সংকট নিরসমে আইওসি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP2400240
Indian National Congress - INC99099
Janata Dal (Secular) - JD(S)202
Samajwadi Party - SP37037
Telugu Desam - TDP16016
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT909
Communist Party of India (Marxist) - CPI(M)404
Aam Aadmi Party - AAAP303
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC29029
Dravida Munnetra Kazhagam - DMK22022
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP808
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP404
Rashtriya Janata Dal - RJD404
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP202
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL101
Asom Gana Parishad - AGP101
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM101
Biju Janata Dal - BJD101
Shiromani Akali Dal - SAD101
Rashtriya Loktantrik Party - RLTP101
Bharat Adivasi Party - BHRTADVSIP101
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK101
Apna Dal (Soneylal) - ADAL101
AJSU Party - AJSUP101
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM101
Independent - IND707
Total5430543