নিজস্ব প্রতিনিধি, আগরতলা, তেলিয়ামুড়া, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিশ্বকর্মা পুজোর রাতে ৬ জন বন্ধু মিলে তিনটি বাইক নিয়ে বাইক রাইডিং এর ত্রিমুখী সংঘর্ষে ৬ জনই আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ২জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷
বিশ্বকর্মা পুজার রাতে বাইক নিয়ে আনন্দ করতে গিয়ে ৬ জন বন্ধু আহত হয়েছেন৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ৭৯ টিলা৷ রাতে ৬ বন্ধু ৩টি বাইক চেপে আনন্দে মাতোয়ারা হয়ে ছুটছিল৷ হঠাৎ বাইক তিনটির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়৷ তাতে প্রত্যেকেই জখম হন৷ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ ২জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বিশ্বকর্মা পূজোর রাতে যান দুর্ঘটনায় আহত এক বাইক চালক৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনী এলাকায়৷ রাত প্রায় একটা নাগাদ৷ আহত বাইক চালকের নাম রঞ্জন দাস৷ বাড়ি তেলিয়ামুড়া থানার মহারাণীপুর এলাকায়৷ বর্তমানে আহত বাইক চালকের চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷
সংবাদে জানা গেছে, এদিন রঞ্জন দাস টিআর০১-জি-৭৬২১ নম্বরের বাইক চালিয়ে আগরতলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে৷ এদিন রাত আনুমানিক একটা নাগাদ অম্পি চৌমুহনী জাতীয় সড়কে আসামাত্রই পেছন দিক থেকে একটি বলেরো ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে প্রত্যক্ষদর্শীরা রঞ্জনকে রাস্তার পড়ে থাকতে দেখে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে, আহত রঞ্জন দাসের অবস্থা সংকটজনক হওয়াতে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ যদিও ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করতে পারেনি৷
কিল্লা থানা এলাকায় দুর্বৃত্তদের হাতে এক গাড়ি চালক প্রহৃত হয়ে গুরুতর আহত অবস্থায় জিবিতে চিকিৎসাধীন৷ কিল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তারের কোন খবর নেই৷
দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক সুকল ছাত্রী৷ আহতের নাম রিতা দেব৷ ঘটনাটি ঘটে শনিবার রাত এগারটা নাগাদ বিলোনীয়ার রাধানগর এলাকায়৷ আহত ছাত্রীকে সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়ে সুকলছাত্রী রিতা দে মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তখনই রাস্তার পাশে একটি মোটর বাইক দ্রুতবেগে এসে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে যায় রিতা৷ আশঙ্কাজনক অবস্থায় রাতেই বিলোনীয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷