নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাঙালীর সর্বশ্রেষ্ঠ পুজা দুর্গাপুজা তথা শারদোৎসবের আর মাত্র ১৭দিন বাকি৷ গোটা রাজ্যেই উৎসবের মেজাজ৷ ঘরে ঘরে নতুন জামা কাপড় কেনার ধুম পড়েছে৷ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও নিত্য নতুন পোশাক মজুত করা হয়েছে৷ পুজার মরশুমে রবিবার ছিল রেকর্ড ভীড়৷ ছুটির দিন থাকায় ক্রেতাদের সমাগম হয়েছে প্রচুর সংখ্যায়৷ শহরের প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে জমজমাট বিকিকিনি হয়েছে৷ এদিন, রাজধানীতে আকাশের মুখ ভার ছিল না তাই স্বাচ্ছন্দে পছন্দের পোশাক পরিচ্ছদ ক্রয় করতে শামিল হয়েছিলেন হাজার হাজার ক্রেতা সাধারণ৷ রেলে করেও মহকুমা শহর থেকে ক্রেতারা রাজধানীতে আসছেন বলে জানা গিয়েছে৷ অন্যান্য দিনের তুলনায় এদিন রেলে যাত্রীর সংখ্যা বেশীই লক্ষ্য করা গিয়েছে৷ বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গিয়েছে তাদের বাজেটের মধ্যে কোন জামা কাপড় মিলছে না৷ তুলনামূলক দাম বেশী৷ ছোট বড় প্রায় সিংহভাগ দোকানেই জামা কাপড়ে ফিক্সড প্রাইস বা এক দাম থাকায় একটু সমস্যায় পড়ছেন ক্রেতারা৷ তারপরও বিকিকিনিতে ঘাটতি লক্ষ করা যাচ্ছে না৷