নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ দেশের রাজধানী দিল্লী সহ বিভিন্নরাজ্যে সংখ্যালঘুদের উপর আরএসএস এবং বিজেপির বর্বর আক্রমণের প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই৷
গোরক্ষার নামে দেশের রাজধানী দিল্লী সহ বিভিন্ন রাজ্যে আরএসএস এবং বিজেপি সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণ সংগঠিত করে চলেছে৷ সংখ্যালঘুদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে৷ এরই প্রতিবাদে পথে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই৷ প্যারাডাইস চৌমুহনী থেকে যুব সংগঠনের এক মিছিল শুরু হয়৷ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী মিছিলে অংশ নিয়ে বলেন, বিজেপি, আরএসএস এবং বজরং দল গোরক্ষার নামে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন শুরু করেছে৷ হরিয়ানা, গুজরাট, দিল্লী ও রাজস্থানে গোরক্ষার নামে কখনো বাড়িতে ঢুকে, কখনো মহল্লায় ঢুকে সংখ্যালঘু দলিতদের উপর পাশবিক নির্যাতন শুরু করা হচ্ছে৷ যুব ফেডারেশন মনে করে ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষে ধর্ম যার যার দেশ সকলের দেশের মহাপুরুষ ও ধর্মগুরুরা সব সময়ই দেশের ঐক্যের কথা বলে গেছেন৷ অথচ সম্পূর্ণ রাজনৈতিক কারণে দেশের বর্তমান সরকার এইগুলিকে মদত দিচ্ছে৷ সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ এরই প্রতিবাদে আগরতলা শহরের প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে৷ গোরক্ষার নামে যারা সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ দেশের সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হবার জন্য আহ্বান জানানো হয়েছে৷