নিউ ইয়র্ক, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আমেরিকার নিউইয়র্কে প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটনা হয়েছিল। রবিবার এমনটাই জানিয়েছ মার্কিন পুলিশ । প্রেসার কুকারটি কালো রংয়ের তার দিয়ে প্যাঁচানো ছিলো।শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ম্যানহ্যাটনের চেলসি জেলার ২৩ নম্বর রাস্তায় শক্তিশালী ওই বিস্ফোরণে ৮ বছর বয়সী এক বাচ্চা সহ আহত ২৯। ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা। পরে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালিয়ে প্রাথমিকভাবে ধারণা করছেন যে, প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে পর সড়কের ওপরে কাগজ উড়তে দেখা যায়। বিস্ফোরণটি ‘উদ্দেশ্যমূলক’ হতে পারে।প্রেসার কুকারের চারপাশে ডিভাইসটি সিলভার টেপ দিয়ে লাগানো ছিলো বলেও জানায় তারা।
আবর্জনা ফেলার জায়গায় বিস্ফোরক রাখা ছিল বলে জানিয়েছেন সেখানকার মানুষ। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার জেমস ও নিল। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে এফ বি আইও। শনিবারের বিস্ফোরণস্থল থেকে কিছুটা দূরে আরও একটি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ