জাকোর্তা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ভোর রাতে পর পর আঘত হানে ভূকম্প দুটি । রিখটার স্কেলে যা ছিল যথাক্রমে ৫ ও ৪ দশমিক ৭ মাত্রার। এর আগে গতকাল সকালে ৫ দশমিক ৫ মাত্রার কম্পন হয়েছে দেশটিতে। এছাড়াও দুপুরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এসব ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনও সুনামি সতর্কতাও জারি হয়নি।তবে বারে বারে এমন ভূকম্পে আতঙ্ক বাড়ছে।
২০০৪ সালের ২৬ মার্চ দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্প ও পরে সুনামি হয়। ৯ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে দুই লাখ ২৭ হাজার ৯০০ জন নিহত হন। অনেক মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় ৬০ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে।-