BRAKING NEWS

বৃষ্টির জলের তোড়ে ভেঙ্গে পড়ল কৈলাসহর জলাই ঝুলন্ত স্টিল ব্রিজ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ সেপ্ঢেম্বর৷৷ আজ সকালে সামান্য বৃষ্টির জলের তোড়ে ভেঙ্গে পড়ল জলাই স্টিল ঝুলন্ত সেতু৷ vlcsnap-2016-09-16-20h09m21s16ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার জলাই গ্রামে ২০১২ সালে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন এই সেতুর৷  ২০১৫ সালে নির্মাণ কাজ শেষ হয়৷ এরপর থেকে জনসাধারণ এই সেতু দিয়ে চলাচল শুরু করেন৷ গ্রামোন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার চিরঞ্জীব নাথ ছিলেন এই সেতুর নির্মাণ কাজের দায়িত্বে৷ নিম্নমানের কাজ হয়েছিল যার ফলে দুই বৎসরের মাথায় সেতুটি ভেঙ্গে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ কৈলাসহর জলাই থেকে ডলুগাঁও যাতায়াতের জন্য এই স্টিল ফুট সেতুটি নির্মাণ হয়েছিল৷ হাজার হাজার মানুষ, বিশেষ করে কৃষকরা উপকৃত হয়েছিলেন সে সেতু নির্মাণের পর৷ আজ সকালে সেতুটি মনু নদীর গর্ভে অর্ধেক ডুবে থাকতে দেখে এলাকাবাসী হতাশা ব্যক্ত করেছেন৷ চার বৎসর পূর্বে এই সেতু নির্মাণে  খরচ হয়েছিল এক কোটি ত্রিশ লক্ষ টাকা৷ তৎকালীন জেলাশাসক অভিষেক চন্দ্রের উদ্যোগে সে সেতুটি নির্মিত হয়েছিল৷ সেতুি সকালে ভেঙ্গে পড়ার পর জানানো সত্ত্বেও  প্রশাসনের কোন আধিকারিক দুপুর ১টা পর্যন্ত এই এলাকায় যায়নি বলে এলাকাবাসীর অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *