BRAKING NEWS

এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাবি হামলার বার্তা দিল উত্তর কোরিয়া

কারাকাস, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : পরমাণু বিস্ফোরণের পর থেকেই আন্তর্জাতিক চাপের মুখে থেকেও সরাসরি মার্কিন north koreaযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাবি হামলার বার্তা দিল উত্তর কোরিয়া| ভেনেজুয়েলায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বৈঠক থেকেই ওয়াশিংটনকে সতর্ক করেছে পিয়ংইয়ং| আন্তর্জাতিক চাপকে কার্যত উপেক্ষা করে রাষ্ট্রপ্রধান কিম জং উনের নির্দেশে সম্প্রতি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া| পিয়ংইংয়ের অভিযোগ, অহেতুক অন্য দেশের বিরুদ্ধে নাক গলিয়ে উসকানিমূলক পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র| জোট নিরপেক্ষ আন্দোলনের মঞ্চ থেকেই মার্কিন মুলুকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং| তিনি বলেন, শত্রুর উসকানি মূলক পদক্ষেপের জবাব দিতে দেশ প্রস্তুত| কোরীয় উপদ্বীপের রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার পরস্পর বিরোধী রাজনীতির জেরে আন্তর্জাতিক মহল সরগরম| গত সপ্তাহে পঞ্চমবার তথা এখনও পর্যন্ত নিজেদের সবথেকে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া| তারপরেই দেশের সীমান্তে দক্ষিণ কোরিয়ার আকাশে ঘুরতে দেখা যায় মার্কিন যুদ্ধ বিমানকে| এরপরই আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন মুলুককে জবাব দেওয়ার মঞ্চ হিসেবে জোট নিরপেক্ষ আন্দোলনের বৈঠককেই বেছে নিল কিমের দেশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *