মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি.স.): সপ্তাহের শুরুতেই নিম্নগামী ভারতের শেয়ার মার্কেট| সোমবার বম্বে শেয়ার সূচক সেনসেক্স ২ শতাংশ পড়ে দাঁড়ায় ২৮,২৫১| জাতীয় শেয়ার সূচক নিফটি ১৫০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৮,৬৯৯| ডলারের তুলনায় টাকার দামও ৩৫ পয়সা পড়েছে| এখন এক ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯৩ পয়সা| গত ২৪ জুনের পর একদিনে শেয়ারের দাম এতটা পড়ল|
মার্কিন কেন্দ্রীয় বাঙ্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের সুদ বাড়াতে পারে এই আশাতেই শেয়ার বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা|