জলপাইগুড়ি, ১১ সেপ্টেম্বর (হি.স): তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরানোর দাবি জানালেন প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান রাজ্য সম্পাদক কল্যান চক্রবর্তী | জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে অতিস্বত্তর জলপাইগুড়ি জেলা তৃণমূল কমিটির সভাপতি পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে জলপাইগুড়ি জেলা থেকে কাউকে করা উচিত বলে দাবী করেন কল্যান চক্রবর্তী| ২০১৪ সালের পর কবে কিভাবে জেলা কমিটি গঠন হলো, কমিটিতে কারা আছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি| জেলা কমিটির বৈঠক জেলা শহরেই করার দাবী তুলেছেন তিনি| সোমবার ময়নাগুড়িতে জেলা তৃণমূল কমিটির বর্ধিত সভা ময়নাগুড়ি ধর্মশালায় বেলা ১২টায় ডেকেছেন জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী| এই বর্ধিত সভার আমন্ত্রন পত্রের খামে কল্যান চক্রবর্তী, জলপাইগুড়ি লেখা থাকলেও চিঠিতে কল্যান বাৱুর নামের জায়গায় অন্য নেতার নাম লেখা রয়েছে| এই প্রসঙ্গ তুলে কল্যানবাৱু অভিযোগ করেন, ২০১৪ সালে শেষবার জেলা কমিটির বৈঠক নিয়ম মেনে হয়েছে| তারপর থেকে জেলা সভাপতি পদে আলিপুরদুয়ারের জেলা সভাপতি চক্রবর্তী দায়িত্ব নেবার পর থেকেই না জানিয়েই জেলা কমিটির বৈঠক ধূপগু়িড, ময়নাগুড়ি, গয়েরকাটা যেখানে খুশী হয়েছে| তাকে ডাকাও হচ্ছেনা| জলপাইগুড়ি জেলা শহরের টেম্পল স্ট্রীটে তার হাত ধরেই এই জেলায় জেলা তৃণমূল দলের কার্য্যালয়ের সুচনা ১৯৯৮ সালে হয়েছিল| তৃণমূল নেত্রী ও তার কার্য্যালয়ে এসেছেন| অথচ রবিবার তারা ব্রাত্য এই দলে? এই প্রশ্ন তুলে নিজের কার্য্যালয়ে সাংবাদিক বৈঠকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন| কল্যান বাৱু বলেন, আমাদের হাতে তৈরি এই দলের এখন ঘরে বসে মন্ডা মিঠাই-এর রাজনীতি চলছে| আমার মতো এই পুরানো নেতাদের জেলা কমিটির কোনও বৈঠকে ডাকা হয়না| কবে নতুন জেলা কমিটি হল জানিনা| কে কে কমিটিতে আছেন জানিনা| আমার এই অপমানের বিশয়ে এদিন জলপাইগুড়ি পর্যবেক্ষক মন্ত্রী অরুপ বিশ্বাস কে এবং সুব্রত বক্সীকে এস এম এস করে জানিয়েছি| অরুপ বিশ্বাস জানিয়েছেন, জেলাতে এসে জেলা কমিটি গঠন নিয়ে বৈঠক করবেন| যদি তাই হয় তাহলে জেলা কমিটির বর্ধিত সভা কিসের? তার আগে আলোচনা কেনও করা হলোনা| এই বিষয়ে সৌরভ চক্রবর্তীকে ফোন করলে তিনি ফোন ধরেন না| কার কথা সত্যি জেলা সভাপতি না কি প্রদেশ নেতৃত্ব কিছুই বোঝা যাচ্ছেনা| অনেক হয়েছে, এবার জলপাইগুড়ি জেলা কমিটির বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ, সমানোচনা, সংশোধনী আনার বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মাসেই কোলকাতায় গিয়ে জানাতে যাচ্ছি| এখন সর্বোচ্চ নেত্রীকে না জানানো ছাড়া উপায় দেখছিনা বলে কল্যানবাৱু সাফ জানিয়ে দিয়েছেন| এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, ওনার চিঠি বন্টনে একটা ভুল হয়েছিল, সেটা নতুন করে পাঠিয়ে ঠিক করে দেওয়া হয়েছে| ওনার বাকি কথার উত্তর দেবোনা| ওনাকে সম্মান জানিয়েই জেলা কমিটির বর্ধিত সভায় আমন্ত্রন করা হয়েছে| তবে সৌরভবাৱু বেশ রাগান্তিতসুরেই কাছে মুখ খোলা উচিত হয়নি| বিষয়গুলি জেলা কমিটির বর্ধিত সভায় বলতে পারতেন| প্রদেশ কমিটি নতুন জিলা কমিটি গঠন করে দিয়েছেন| কে বা কারা কমিটিতে আছেন তিনি যদি রাজ্য সম্পাদক হন তাহলে ওনার জানা উচিত| এর বেশী কিছু জেলা সভাপতি মন্তব্য করতে চাননি|