করিমগঞ্জ (অসম), ১১ সেপ্টেম্বর, (হি.স.) : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে অসমের সীমান্ত (ভারত-বাংলাদেশ) শহর করিমগঞ্জের বাসিন্দা শতরূপা চক্রবর্তী। শতরূপা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী বিজয় কুমারকে প্রায় আটশো ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
বামপন্থী ছাত্র সংগঠনগুলির ঐক্যমঞ্চের প্রার্থী শতরূপা মূলত ভারতীয় ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদস্য। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেএনইউ-এ ছাত্র সংসদের নির্বাচনে এবার এআইএসএফ এবং এসএফআই মিলে একটি যৌথমঞ্চ গঠন করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই যৌথমঞ্চের সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন করিমগঞ্জের শতরূপা চক্রবর্তী।
করিমগঞ্জের তিলকচাঁদ রোডের বাসিন্দা, এলআইসি-র প্রাক্তন কর্মচারী শংকরদ্যুতি চক্রবর্তীর মেয়ে ২০১০ সালে করিমগঞ্জ কলেজ থেকে দর্শন নিয়ে স্নাতক পাশ করেন। পরবর্তীতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে জেএনইউ থেকে এমফিল করেন। বর্তমানে এই একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।
এদিকে, স্কুল-সমূহের কাউন্সিলার পদে নির্বাচিত হয়েছেন আরেক অসম-কন্যা। তিনি উপাসনা হাজরিকা। সম্মানীয় স্কুল অব সোশাল সায়েন্স-এর কাউন্সিল পদে বিজয়ী হয়েছেন উপাসনা। গুয়াহাটির মেয়ে উপাসনা জেএনইউ-তে ইতিহাস নিয়ে পড়ছেন। তিনিও এসএফআই সদস্য।