বিহালি (অসম), ০৮ সেপ্টেম্বর, (হি.স.) : ভাগ্য বলে রক্ষা পেলেন বিহালির বিধায়ক তথা রাজ্যের জলসেচ এবং হস্ত ও বস্ত্রমন্ত্রী রঞ্জিত দত্ত। আজ সকালে মাজুলি জেলা ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাজুলির উদ্দেশে মন্ত্রী তাঁর এএস ০১ বিআর ০০৮০ নম্বর কারে চড়ে রওয়ানা হলে বিহালির বুরৈনদীর কাছে দ্রুতগামী পণ্য বোঝাই একটি লরির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের দিক চ্যাপ্টা হয়ে গেলেও মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। মন্ত্রীর গাড়িকে ধাক্কা মেরে লরিটি জনৈক বাই আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী শিক্ষক বীরেন হাজরিকা। লরিটির নম্বর এএস ০১ ডিসি ৭৯৯৯।
এ ঘটনার পর সড়ক সুরক্ষা ও নিহত শিক্ষকের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিহালির কুলাগুড়িতে ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মনাবাড়ি হাইস্কুলের শিক্ষক ছিলেন বীরেন হাজরিকা।