নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার
চেষ্টা করল এক গৃহবধূ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে জিরানীয়া থানার অধীন এনআইটি সংলগ্ণ এলাকায়৷ আগুনে ঝলসে যায় গৃহবধূর দেহের নববই শতাংশ৷ তার নাম ফতেমা বেগন৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷
মঙ্গলবার সকালে সন্তানের সুকলের পোশাক কেনা নিয়ে বিবাদ বাধে স্বামী ও স্ত্রীর মধ্যে৷ স্বামী স্ত্রী দুজনের মতানৈকের কারণে সন্ধ্যাতেও বিবাদ বাদে৷ বিবাদের জেরে গভীর রাতে নিজ গায়ে করোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্ত্রী৷ যন্ত্রনায় ছটফট করতে থাকলে স্বামী জামাল উদ্দিন বাঁচাতে গেলে সেও অগ্ণিদগ্দ হয়৷ পরে এলাকাবাসী ছুটে গিয়ে ফতেমা বেগমকে উদ্ধার করে নিয়ে যায় জিরানীয়া হাসপাতলে৷ সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই জি বি হাসপাতালে নিয়ে যাওয়া৷ জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐ গৃহবধূ৷
চিকিৎসকরা জানিয়েছেন সঙ্কটজনক অবস্থা ফতেমা বেগমের৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷
2016-09-08

