দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এমবিবি কলেজ এসএফআই নেতারা নিরাপত্তার ঘেরাটোপে , পুলিশের লাঠিচার্জ, জখম ১৯ জন, ছাত্র পরিষদের বিক্ষোভ পুলিশ হেডকোয়ার্টার্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মহারাজা বীর Photo 2বিক্রম কলেজ৷ মঙ্গলবার মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে এসএফআই -টিএমসি’র মধ্যে সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষের জেরে প্রথমে দুজন এরপর পুলিশের লাঠি চার্জে ১৭ জন মোট ১৯ জন আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করে এমবিবি কলেজ চত্বরে৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ এসএফআই-টিএমসি দুই পক্ষের তরফে পুলিশের অভিযোগ জানানো হয়েছে৷
ছাত্র সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মহারাজা বীর বিক্রম কলেজ৷ মঙ্গলবার এসএফআই তৃণমূল ছাত্র পরিষদ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বরে৷ ঘটনার সূত্রপাত দুপুর একটায়৷ এদিকে যখন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ছাত্র Photo 3সংসদ নির্বাচন বয়কট করার ঘোষণা দিচ্ছেন তখনই তৃণমূল ছাত্র পরিষদের দুই সদস্য কলেজে যান৷ অভিযোগ তখনই এসএফআই ক্যাডাররা দুজনকে মারধর করে৷ এরপরই কলেজে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজে ঢুকেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ভিকি প্রসাদ৷ অভিযোগ মিছিলটি যেতেই পুলিশ মিছিলের মধ্যে হামলা চালায়৷ পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির সামনেই পুলিশ লাঠি চার্জ করলে েেত ১৭ জন আহত হন৷ প্রত্যেককেই জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে৷ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ভিকি প্রসাদের অভিযোগ শান্তিপূর্ণ মিছিলকে হামলা চালিয়েছে পুলিশ৷ পুলিশ সুপারের নির্দেশেই লাঠি চার্জ করা হ য় বলে অভিযোগ ভিকি প্রসাদের৷ এদিকে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে৷ এক সময় প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলেজের অধ্যক্ষের কক্ষে ঢুকে গেলে পুলিশ তাদের টেনে হিঁচড়ে বের করে দেয়৷
এরপর ঘটনাস্থলে নামানো হয় বিশাল সংখ্যক টিএসআর বাহিনী৷ ছুটে যান সদর এসডিপিও অশোক কুমার সিনহা৷ পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি৷ প্রতিবাদে ফের কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ৷ সে মিছিল গিয়ে শেষ হয় রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে৷ এদিকে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে৷ তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে এসএফআই৷ রাতে দুপক্ষের তরফেই পুলিশে অভিযোগ পাল্টা অভিযোগ জানানো হয়েছে৷ তবে গ্রেপ্তার নেই৷
এমবিবি কলেজের ছাত্র সংসদ নির্র্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপর এস এফ আইয়ের আক্রমনের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল চলাকালে পশ্চিম জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ জেলা পুলিশ সুপার ও কলেজটিলা আউট পোষ্টের ওসিকে বরখাস্তের দাবী উঠেছে৷ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করার লক্ষে কলেজ গেইটের দিকে এগিয়ে যেতেই এস এফ আই এবং পুলিশ ও টি এস আর বাহিনী পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষীর নির্দেশে লাঠিচার্জ করে৷ কলেজটিলা আউট পোষ্টের ওসি সুকান্ত সেন চৌধুরী সংখ্যালঘু সম্প্রদায়ের এক ছাত্রকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ৷
এমবিবি কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সমর্থকরা মিছিল করে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে আসে৷ তারা রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ্যের সঙ্গে দেখা করতে চাইলে প্রথমে দেখা করতে দেওয়া হয়নি৷ তখনই তারা রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে পথ অবরোধ করেন৷ তারপর তৃমমূল ছাত্র পরিষদের এক প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাত করে ঘটনা সম্পর্কে তাকে অবহিত করেন৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষী ও কলেজটিলা আউট পোষ্টের ওসি সুকান্ত সেন চৌধূরীকে বরখাস্তের দাবী জানানো হয়৷ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ৷ তাতে বিরোধী ছাত্র সংগঠন ক্ষোভে ফুসছে৷