উত্তরপূর্ব, জম্মু-কাশ্মীর ও নকশাল অধ্যুষিত অঞ্চলগুলির জন্য বিশেষ প্রকল্প : রেল প্রতিমন্ত্রী

যোরহাট (অসম), ০৬ সেপ্টেম্বর, (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল, জম্মু-কাশ্মীর এবং নকশাল অধ্যুষিত অঞ্চলগুলির জন্য বিশেষ প্রকল্প Trainহাতে নেবে ভারতীয় রেল। এই তথ্য দিয়েছেন রেল প্রতিমন্ত্রী নগাঁওয়ের (অসম) সাংসদ রাজেন গোহাঁই। আজ এখানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন মন্ত্রী গোহাঁই। অসমের বেশ কয়েকটি রেলস্টেশনের খোলনলচে পালটে ওগুলির আধুনিকীকরণ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রায় সাত হাজার টাকা খরচ করবে কেন্দ্র। ব্রহ্মপুত্রের ওপর দুটি করে নতুন রেল সেতু স্থাপন করার পাশাপাশি বেশ কয়েকটি নতুন ট্রেন চলাচল এবং ডাবল লাইনের রেল সড়ক তৈরি হবে। জানান, খুমটাই থেকে যোরহাট-ডিব্রুগড়গামী নতুন রেলপথ তৈরি করা হবে। রেলে যাত্রা করেই আজ তিনি যোরহাট পৌঁছেন। যাত্রীদের নানান অভাব-অভিযোগ শুনেছেন জানিয়ে বলেন, রেলে যাত্রীদের নিরাপত্তা এবং উন্নত ও পরিচ্ছন্ন খাদ্য সামগ্রীর ওপর জোর দেওয়া হচ্ছে।
উত্তর-পূর্বাঞ্চলে রেলবিভাগের বিভিন্ন পদে স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। স্থানীয় সাংসদ কামাখ্যা তাসা-সহ বিভাগীয় শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রাজেন জানান, যোরহাট-গুয়াহাটি ট্রেন সকাল ৪.৩০ মিনিটের বদলে এখন থেকে সকাল ৬.০০ থেকে চলবে। খুব শীঘ্রই স্থানীয় নআলি পথে তৈরি হবে রেলের উড়ালসেতু। এদিকে মরিয়নি থেকে যোরহাট পর্যন্ত বাইপাস ট্র্যাকও তৈরি হবে বলে জানিয়েছেন মন্ত্রী রাজেন। তাছাড়া, ইতিমধ্যে কয়েকটি নতুন ট্রেনের অনুমোদনও পাওয়া গেছে জানিয়ে বলেন, তিনসুকিয়া, ডিব্রুগড় এবং নাহরলগুন থেকে তিনটি জনশতাব্দী ট্রেন চলবে। একইভাবে গুয়াহাটি ও ব্যাঙ্গালুরুর মধ্যেও হাম-সফর নামে পুরোপুরি বাতানুকূল যাত্রীবাহী একটি ট্রেন চলাচলের পাশাপাশি আগরতলা-কলকাতার মধ্যেও একটি যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। এক কথায় উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি পৃথক নীতি গড়ে সেই অনুযায়ীই এই অঞ্চলে রেল বিভাগ তার কাজকর্ম চালাবে বলে জানান রাজেন গোহাঁই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *