নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দিবাচন্দ্র
রাংখল৷ রবিবার রাতে পরিষদীয় দলের সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ বৈঠকে রাজ্যের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ মুকুল রায়, দলীয় চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷ বৈঠকে বিধায়ক সুদীপ রায় বর্মণ পরিষদীয় দলনেতা হিসেবে দিবাচন্দ্র রাংখলের নাম প্রস্তাব করেন৷ অন্যান্য সদস্যরা সর্বসম্মতক্রমে প্রস্তাবটির সমর্থন করেন৷ বর্তমানে ৬০ সদস্যক ত্রিপুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছয়জন৷ সাংবিধানিক নিয়ম অনুযায়ী দশ শতাংশ আসন থাকলেই বিরোধী দল হিসেবে স্বীকৃতি লাভ করে৷ স্বাভাবিক কারণেই তৃণমূল কংগ্রেস ছয় সদস্য নিয়ে বিরোধী দলের স্বীকৃতিদানের জন্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের কাছে দাবি জানাবে৷ সোমবার সকালে রাজ্য ত্যাগের আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক মুকুল রায় দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করেন৷ তিনি জানান, দলীয় চেয়ারম্যান রতন চক্রবর্তী শীঘ্রই বিধানসভার অধ্যক্ষের কাছে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য চিঠি দিয়ে দাবি জানাবেন৷ আগামী ২২ সেপ্ঢেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে৷ এই অধিবেশনেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিরোধী দলের আসনে বসবেন বলে প্রত্যাশা তৃণমূল কংগ্রেসের৷
এদিকে, আগামী ২৩ সেপ্ঢেম্বর তৃণমূল কংগ্রেস আগরতলায় শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ গত ২৩ আগস্ট আগরতলা শহরে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত হয়েছিল৷ তার ঠিক একমাস পরই তৃণমূল কংগ্রেস শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে আগরতলা শহরে ঐতিহাসিক মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ মিছিলে যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন৷ সাংবাদিক সম্মেলনে মুকুল রায় অভিযোগ করেন, রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য রাজ্য সরকার এবং শাসক দলই দায়ী৷ তৃণমূল কংগ্রেস সর্বদাই শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে চলে৷ সে কারণেই শান্তি সম্প্রীতি বিনষ্টকারী চক্রান্তের প্রতিবাদে ২৩ সেপ্ঢেম্বর আগরতলায় ঐতিহাসিক শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিলে সামিল হবেন৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিসকুমার সাহা, দীপক মজুমদার, রতন চক্রবর্তী প্রমুখ৷
2016-09-06

