BRAKING NEWS

শিক্ষক দিবস উপলক্ষ্যে টাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়

বালুরঘাট, ৩ সেপ্টেম্বর (হি.স): শিক্ষক দিবস উপলক্ষ্যে টাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে tmcগোলমালের জেরে রণক্ষেত্রের চেহারা নিল বালুরঘাট ল-কলেজ| ঘটনায় এদিন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর ছাত্ররা একে অপরের উপর ঝঁাপিয়ে পড়ে| লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে একে অপরের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ| হামলার জেরে দুই গোষ্ঠীর অন্তত ৮ থেকে ৯ জন ছাত্র আহত হয়েছে| তাদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| গোলমালের জেরে এদিন দুপুর থেকেই পঠন-পাঠন বন্ধের পাশাপাশি ছাত্রদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া বন্ধ হয়ে যায়| কার্যত অ্যাডমিট না নিয়েই ছাত্রদের বাড়ি চলে যেতে হয়| ঘটনার খবর পেয়েই এদিন বালুরঘাট থানা থেকে বিশাল পুলিশ, বাহিনী ল-কলেজে পৌঁছায়| পরবর্তীতে পুলিশ ল’কলেজে পৌছালে পরিস্থিতি আয়ত্বে আসে| প্রসঙ্গত, বছরের বেশীরভাগ দিনই বালুরঘাট ল’কলেজে ছাত্রদের মধ্যে গন্ডোগোল লেগে থাকে| জেলার তৃণমূল নেতাদের হস্তক্ষেপেও এই কলেজের সমস্যা মেটেনি| প্রতিবারই গন্ডোগোল থানা পর্যন্ত পৌছালেও সমস্যা যেরকম থাকে সেই রকমই থেকে যায়| এমনকি গন্ডোগোলের জেরে ছাত্ররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেরায় বলে অভিযোগ ওঠে অনেক সময়| দুই গোষ্ঠীর ছেলেরা নিজেদের শংকর চক্রবর্তী ও অর্পিতা ঘোষের গোষ্ঠী বলে জাহির করে| সারা বছর এই দুই গোষ্ঠী নিজেদের মধ্যে বিভিন্ন ইসু্য নিয়ে গন্ডোগোল করে| এদিন সকালে শিক্ষক দিবসের প্রস্তুতির সময় চঁাদা তোলা নিয়ে প্রথম বর্ষের ছাত্রদের মধ্যে গন্ডোগোল বাধে| সেসময় ওই বর্ষেরই একজন ছাত্র চঁাদা দিতে অস্বীকার করে| এনিয়েই তাদের মধ্যে বিবাদ বাধে| প্রথম বর্ষের ছাত্রদের মধ্যেই শুরু হয় মারামারি| এর মধ্যেই কলেজের সিনিয়র ছাত্ররা ঘটনায় যুক্ত হলে তা গিয়ে পেঁ ছায় দুই গোষ্ঠীর মধ্যে| খবর পেয়ে বাহির থেকে পিছু বহিরাগত ছাত্ররা সেখানে গিয়ে উপস্থিত হয়| এরপরই বালুরঘাট থানার পুলিশ ল`কলেজে পেঁ ছায়| এরপর থেকেই গন্ডোগোল কমতে থাকে| প্রথম বর্ষের এক ছাত্র আকাশ জানান, আমরা কলেজ পড়াশুনা করতে এসেছি| আমরা কোন গোষ্ঠীর মধ্যে ঢুকতে চাইনা| সিনিয়র ছাত্ররা আমাদের সবসময়ই গোষ্ঠীর মধ্যে ঢুকিয়ে নিতে চায়| এমনকি আমাদের তাদের গোষ্ঠীর মধ্যে ঢোকার জন্য প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়| বিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে অর্পন মহন্ত জানান, কলেজের প্রথম বর্ষের ছাত্রের মধ্যে গন্ডোগোল হয়| পরে তা তৃণমূলের গন্ডোগোলের পরিণত হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *