BRAKING NEWS

এবার রুপো পদকও সোনার পদকে বদলে যেতে পারে

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : রিও অলিম্পিকে নকআউটের প্রথম পর্যায়ে হেরেই বিদায় নিতে হলেও চারবছর আগে লন্ডন RIOঅলিম্পিকে জেতা তাঁর ব্রোঞ্জ পদক রুপোয় বদলে যাচ্ছে বলে কয়েকদিন আগেই জানা গিয়েছিল| লন্ডনে রুপো জয়ী রুশ কুস্তিগির ডোপ টেস্টে উত্তীর্ণ না হওয়ায় তার থেকে পদক কেড়ে নেওয়া হচ্ছে বলে জানা যায়| কিন্তু এবার যোগেশ্বর দত্তর ব্রোঞ্জ সোনাতেও বদলে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে| জানা গিয়েছে, এবার লন্ডন অলিম্পিকে সোনাজয়ী আরেক কুস্তিগির আজেরবাইজানের আসগারভো ডোপিংয়ে অভিযুক্ত হয়েছেন|
২০১২-র লন্ডন অলিম্পিকে রুপো পেয়েছিলেন রাশিয়ার কুডুখোব| নতুন নিয়ম আসার পরে ডোপ পরীক্ষা করা হয় রাশিয়ান ওই কুস্তিগিরের| এবার রাশিয়ার ডোপিং কেলেঙ্কারি সামনে আসার পর ফের নতুন করে পরীক্ষা হয়| সেখানেই জানা যায়, লন্ডন অলিম্পিকে ডোপিং করেছিলেন কুডুখোব| ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় মৃতু্য হয়| তাই অলিম্পিক কমিটি যোগেশ্বরকে লন্ডন অলিম্পিকে রুপো দেওয়ার কথা ঘোষণা করে| কিন্তু এবার সোনাজয়ী কুস্তিগির আসগারভের বিরুদ্ধেও ডোপিংয়ের অভিযোগ ওঠায় যোগেশ্বর দত্তর ব্রোঞ্জ পদক সোনায় বদলে যেতে পারে বলে সূত্রের খবর| হিন্দুস্থান সমাচার| ০৩০৯২০১৬|
২৫
আগামী ১৩ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলে রঞ্জি অভিযান শুরু করবে বাংলা
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৩ অক্টোবর জয়পুরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা| এবার ঘরের মাঠে তাদের খেলার সুযোগ নেই| ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চলতি মরশুমের রঞ্জির সূচি প্রকাশ করা হয়েছে| তাতে বাংলার গ্রুপে রয়েছে উত্তরপ্রদেশ, বরোদা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাডু ও রেলওয়েজ| এবার কোনও দলই ঘরের মাঠে খেলার সুযোগ পাবে না| গতবছর উইকেট নিয়ে বহু বিতর্ক দেখা দেওয়ায় তাই ঘরের মাঠে খেলার সুবিধা যাতে কোনও দল নিতে না পারে এজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড|
আগামী ৬ অক্টোবর রঞ্জি শুরু হলেও প্রথম রাউন্ডে বাংলার কোনও খেলা নেই| মনোজদের দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর পাঞ্জাবের বিরুদ্ধে বিলাসপুরে| পরের ম্যাচ ২৭ অক্টোবর ধর্মশালায় রেলওয়েজের বিরুদ্ধে| ৫ নভেম্বর বাংলার পরবর্তী প্রতিপক্ষ গুজরাট| তারপর ১৩ নভেম্বর তামিলনাডু, ২১ নভেম্বর বরোদা, ২৯ নভেম্বর মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে বাংলা| গ্রুপ লিগে মনোজরা শেষ ম্যাচ খেলতে নামবে ৭ ডিসেম্বর, মধ্যপ্রদেশের বিরুদ্ধে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *