বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ভাড়াটিয়া যুবতীকে ধর্ষণের চেষ্টা বাড়ির মালিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ভাড়াটিয়া যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বাড়ির মালিকের rapelogoবিরুদ্ধে৷ এমর্মে আগরতলা পশ্চিম মহিলা থানায় বিশ্ববিদ্যালয়ে পাঠরত ঐ নির্যাতিতা যুবতী এফআইআর দায়ের করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে বাধারঘাটের শ্রীপল্লি এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অভিযুক্ত বাড়ির মালিকের নাম মৃনাল কান্তি মজুমদার৷
বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই এই ঘটনাটি ঘটে৷ বাড়ির মালিক মৃণাল কান্তি মজুমদার ঘটনার পর পালিয়ে আত্মগোপন করেছে৷ অভিযুক্ত ব্যক্তি পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ার৷ ঘটনার বিবরণ দিয়ে ঐ যুবতী জানিয়েছেন, এদিন সকালে দা খোঁজার বাহানায় বাড়ির মালিক মৃণাল মজুমদার ভাড়াটিয়া ঐ যুবতীর ঘরে ঢুকে৷ যুবতী কিছু বুঝে ওঠার আগেই মৃণাল তাকে ঝাপটে ধরে৷ সঙ্গে সঙ্গেই মেয়েটি চিৎকার করলে মৃণাল ঘর থেকে বেরিয়ে যায়৷ মেয়েটির চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে যায়৷ আতঙ্কগ্রস্থ অবস্থায় নির্যাতিতা যুবতী চলে আসেন পশ্চিম আগরতলা মহিলা থানায়৷ বাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন তিনি৷ মামলার নম্বর ৬৯/১৬৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪(বি) ও ৪৪৮ ধারায় মামলা নেওয়া হয়েছে৷ ঘটনার সঙ্গে সঙ্গেই মৃণাল কান্তি মজুমদার বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেছেন৷ পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে৷ ঐ উপজাতি যুবতীটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ ঘটনার ঘর ছড়িয়ে পড়তেই বাধারঘাট শ্রীপল্লি এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে৷