অধ্যক্ষ আইন না মেনে ছয় বিধায়কের পদ বহাল রেখেছেন ঃ বীরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ কংগ্রেস দলের ছয় বিধায়কের বিধায়ক পদ খারিজ করার জন্য প্রদেশ কংগ্রেসের BIRAJIT SINHAআবেদন খারিজ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী সিনহা বলেন, বিধানসভার অধ্যক্ষ আইন না মেনেই ছয় বিধায়কের বিধায়ক পদ বহাল রেখেছেন৷ তিনি আইন মানার বদলে দলীয় চাপের মুখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তবে এবিষয়ে প্রদেশ কংগ্রেস আদালতে যাবে কিনা সে বিষয়ে এখনই স্পষ্টভাবে কোন কিছু বলতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি৷ উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং কংগ্রেস এবং সিপিএম আঁতাত গঠন করার ফলে ত্রিপুরায় কংগ্রেস দলের বেশিরভাগ বিধায়ক দলত্যাগ করেন৷ তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ তাদের বিধায়ক পদ বহাল রাখার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন৷ কয়েক দফা শুনানির পর বিধানসভার অধ্যক্ষ সোমবার কংগ্রেস ছেড়ে আসা ছয় বিধায়কের বিধায়ক পদই বহাল বলে ঘোষণা করেন৷ তাতে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কংগ্রেস দল এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যবাসীকেও অভিনন্দন জানি- য়েছেন৷ এদিকে, কংগ্রেস দল ছেড়ে যাওয়া ছয় বিধায়ককে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়ায় তৃণমূল কংগ্রেস দারুণভাবে লাভবান হয়েছে৷ কংগ্রেস মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে৷ আসন্ন ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরো শোচনীয় পরাজয়ের মুখে পড়ার আশঙ্কা রয়েছে৷