গুলির শব্দ `গুজবে’ আতঙ্ক লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে, যাত্রীরা সবাই নিরাপদে

লস অ্যাঞ্জেলস, ২৯ আগস্ট (হি.স.): গুলির শব্দ `গুজবে’ তুমুল আতঙ্ক ছড়াল লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে| প্রাণভয়ে map_of_los-angelesবিমানবন্দরে দৌড়তে শুরু করেন বহু মানুষ| আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সকলের মধ্যে| পুলিশ অবশ্য জানিয়েছে, গুলির চলার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি| নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের বেশির ভাগটাই বন্ধ করে দেওয়া হয়েছে| পুলিশের দাবি, লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে যে শব্দ শোনা গিয়েছিল তা গুলির শব্দ নয়, মানুষের চেঁচামেচি|

লস অ্যাঞ্জেলস পুলিশ টুইট করে জানিয়েছে, দুই ব্যক্তি বিমানবন্দরে গুলি চলার খবরটি ফোনে জানায়| কিন্তু আসল ঘটনাটা কী, তা এখনও স্পষ্ট নয়| গোটা বিমানবন্দর খতিয়ে তল্লাশি করা হয়েছে| সব রকম সাবধানতামূলক পদক্ষেপ করেছে পুলিশ| বিমানবন্দর কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে, সাধারণ যাত্রীরা সবাই নিরাপদে রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *