নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): রিও অলিম্পিকে দেশবাসীকে গর্বিত করা তিন কন্যাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওযা

হল| সোমবার দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান এল দীপা-সিন্ধু-সাক্ষীদের ঝুলিতে| সোমবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন পিভি সিন্ধু, দীপা কর্মকার ও সাক্ষী মালিক| আশা জাগিয়ে শুরু করলেও শেষমেশ পদক না জিতলেও রিও-তে তাঁর পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেলেন জিতু রাই| রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন|
রিও-তে আগরতলার জিমন্যান্স দীপা কর্মকারের প্রোদুনোভা ভল্ট দেশবাসীর নজর কেড়েছে| দীপাকে এক দশকের বেশি সময় ধরে কোচিং করানো বিশ্বেশ্বর নন্দীকে এ দিন দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হল| তাঁর সঙ্গী হলেন নাগাপুরী রমেশ (অ্যাথলেটিক্স), সাগর মাল ধয়াল (বক্সিং), রাজকুমার শর্মা (ক্রিকেট)| লাইফ টাইম পুরস্কার পেলেন এস প্রদীপ কুমার (সুইমিং) ও মহাবীর সিং (কুস্তি)| কোচেদের সঙ্গে মোট ১৫ জন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেলেন| সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার অজিঙ্কে রাহানে, ফুটবলার সুব্রত পাল এবং টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিত্ ঘোষও| রয়েছেন রিও অলিম্পিকের ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে ওঠা ললিতা বাবর| ধ্যানচাঁদ পুরস্কার পেলেন অ্যাথলিট সাত্তি গীতা, প্রাক্তন হকি খেলোয়াড় সিলভানাস ডুং ডুং এবং রোয়িংয়ে রাজেন্দ্রপ্রহ্লাদ শেলকে| পদক ছাড়াও একটি সম্মননাপত্র-সহ সাড়ে ৭ লাখ টাকা করে তুলে দেওয়া হয় সিন্ধু-দীপা-সাক্ষী ও জিতুদের
হাতে| পাশাপাশি, দ্রোণাচার্য ও ধ্যানচাঁদ পুরস্কার প্রাপকরা প্রত্যেকেই পেলেন পাঁচ লাখ করে অর্থমূল্য|