ইসরোর সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক, সফল উত্ক্ষেপন হল স্ক্র্যামজেট ইঞ্জিন

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.) : ফের ইসরোর সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক| দেশীয় প্রযুক্তিতে তৈরি নিজস্ব এয়ার ব্রিদিং ISROইঞ্জিনের সফল উত্ক্ষেপণ করল ইসরো| রবিবার ভোররাতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে স্ক্র্যামজেট ইঞ্জিনের একটি রকেট মহাকাশে পাঠানো হল| বায়ুমণ্ডলের অক্সিজেন নিতে সক্ষম এই স্ক্র্যামজেট ইঞ্জিন| এই অক্সিজেন ইঞ্জিনের ভেতর গিয়ে বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের দ্রুতগতি সৃষ্টিতে সক্ষম|
এর আগে ১৯৭০ সালে স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষায় সফল হতে পারেনি ভারত| আকাশে ওড়ার পরই বঙ্গোপসাগরে পড়ে যায় আরএইচ ৫৬০ রকেটটি| ৪৬ বছর পর ফের পরীক্ষার জন্য ইঞ্জিনবাহী রকেট পাঠান ইসরোর বিজ্ঞানীরা|
জ্বালানী ও অক্সিডাইজার থাকে এই ইঞ্জিনে| এছাড়া এর ভেতর এয়ার ব্রিদিং প্রোপালসন সিস্টেম রয়েছে| যার কাজ হল, বাতাস থেকে অক্সিজেন নেওয়া| বাতাস থেকে নেওয়া অক্সিজেন অক্সিডাইজার হিসাবে কাজ করে| লিকুইড হাইড্রোজেন নামে থাকা জ্বালানীর ক্ষমতা বাড়িয়ে ইঞ্জিনের গতিবেগ বাড়ায় কয়েকগুণ|
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্ক্ষেপণ কেন্দ্র থেকে রকেট ছাড়ার পর ৫৫ সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন জ্বলতে শুরু করবে| ইঞ্জিনগুলিকে ৬ সেকেন্ডের জন্য পরীক্ষা করা হয়| প্রথম রকেটটি বঙ্গোপসাগরে ভেঙে পড়ার পর আমরা দ্বিতীয়টি তৈরি শুরু করি| শব্দের থেকে প্রায় ৬ গুণ বেশি গতিতে ছুটবে এই স্ক্র্যামজেট ইঞ্জিনের রকেট| এরজেরে মহাকাশযান পাঠানোর খরচও কমবে অনেকটা|
এদিকে এদিন সকালে স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল পরীক্ষার পর ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি|