শ্রীনগর, ২৭ আগস্ট (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক পুলিশ কনস্টেবল| মৃত পুলিশ কর্মীর নাম খুরশিদ আহমেদ গানাই| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ পুলওয়ামা জেলার কোইল এলাকায়, দুধ নিতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই পুলিশ কর্মী| তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্দেহভাজন জঙ্গিরা| ঘটনাস্থলেই মৃতু্য হয় ওই পুলিশ কর্মীর| পুলিশের তরফে এদিনই তঁাকে শেষ শ্রদ্ধা জানানো হয়|
হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা| তারই মধ্যে চলতি সপ্তাহে পরপর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে| তপ্ত কাশ্মীরের পরিস্থিতি শান্ত হওয়ার নামই করছে না| বুরহানের মৃতু্যর প্রতিবাদে বিক্ষোভে নেমে এখনও পর্যন্ত ৭০ জনের মৃতু্য হয়েছে|
2016-08-27