জন্মাষ্টামীতে আরএসএস-এর কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দিচ্ছে না কেরালা সরকার

তিরুভনান্তপুরম, ২৪ আগস্ট (হি.স.) : জন্মাষ্টামীতে কেরালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দেবে না keralaরাজ্য সরকার| এবারের জন্মাষ্টামীতে নবজাগরণের মন্ত্র শোনাতে কর্মসূচি নিয়েছে কেরালার সিপিএম| মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ঠেকাতেই ‘জন্মাষ্টমী সপ্তাহ’ পালন করবে কেরালা সিপিএম| তবে তা হবে একেবারেই রাজনৈতিক কায়দায়| সাম্প্রদায়িক শক্তি এবং উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটানা ৫ দিন চলবে নবজাগরণের প্রচার|
গোটা দেশের মতই কেরালায়ও কৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতিবছরই পদযাত্রার আয়োজন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ| এবার তাদের সেই ভাবনায় বাঁধ সাধছে কেরালার কমিউনিস্ট সরকার| এই প্রথম কৃষ্ণ সেজে পদযাত্রা করতে দেওয়া হবে না তাঁদের| কেরলার মার্ক্সবাদী কমিউনিস্টরা মনে করেছেন, ‘আমরা কোনও ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত আনছি না এবং ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধেও নই| তবে বিশ্বাসকে রাস্তায় নামিয়ে নিয়ে আসার বিরোধীতা করছি|
তাদের আরও দাবি, জন্মাষ্টমীর শোভাযাত্রা দেখলেই বোঝা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কীভাবে মানুষের মধ্যে ধর্মের বিষ ঢালেছে| আমরা ইসলামিক সন্ত্রাস নিয়েও ওয়াকিবহল| কেরালার কমিউনিস্ট সরকার এই ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে’|