যানবাহনে আগুন,দোকানপাটে লুট, শূন্যে গুলি, লাঠি চার্জ, রক্তাক্ত কুড়িজন, নামাল সেনা, জারি ১৪৪ ধারা, আইপিএফটি’র গুন্ডামী অগ্ণিগর্ভ আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে আইপিএফটি নামধারী উপজাতি ভিত্তিক সংগঠন Land 2
এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবীতে রাজধানী আগরতলা শহরে জঙ্গী মিছিল ও সমাবেশ সংঘঠিত করেছে৷ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে উশৃঙ্খলতার নগ্ণ দৃশ্য প্রত্যক্ষ করেছেন রাজধানীর জাতি-উপজাতি উভয় অংশের মানুষ৷ মিছিলে অংশগ্রহণকারীরা গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে হাতে রড, লাঠি সোঁটা এমনকি লুকিয়ে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে এসেছিল৷ মিছিল চলাকালে পথ চলতি মানুষের উপর নানা অছিলায় হামলা হুজ্জতি, মা বোনদের শ্লীলতাহানী, দোকানপাটে হামলা, যানবাহন ভাংচুর, অগ্ণিসংযোগ সহ নানা অঘটন সংগঠিত করেছে উশৃঙ্খল আইপিএফটি সমর্থকরা৷ এক Land 3সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ আইপিএফটির এই নগ্ণ কর্মকান্ডের প্রতিবাদে একাংশ শহর এলাকার মানুষজনও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন৷ তাতে পরিস্থিতি আরো অগ্ণিগর্ভ হয়ে উঠে৷ পরিস্থিতি মোকাবিলার জন্য গোটা আগরতলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ নামানো হয়েছে টিএসআর, পুলিশ, সিআরপিএফ এবং আর্মি৷ প্রশাসনের তরফ থেকে মাইকযোগে প্রচার করা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য৷ মূলত এদিন বিকালের পর গোটা আগরতলায় অঘোষিত কার্ফু জারি করে দিল প্রশাসন৷ পাড়ায় পাড়ায় আতাঙ্কের ছাপ৷ জাতি উপজাতি মিশ্র বসতির এলাকাগুলিতে নিরাপত্তা কর্মীদের বুটের আওয়াজ৷
Land 4ঘটনার সূত্রপাত পোষ্ট অফিস চৌমুহনী ঐ এলাকায় মিছিল চলাকালে পথপারপার হওয়ার অজুহাতে পথ চলতি মানুষজনদের উপর হামলা চালায় মিছিলে অংশগ্রহণকারী সমর্থকরা৷ মহুর্তেই অন্যান্য জায়াগাতেও একই কায়দায় হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়৷ রবীন্দ্র ভবন সংলগ্ণ এলাকায়, কর্ণেল চৌমুহনী এলাকায়, হারাধন সংঘ সংলগ্ণ এলাকায় এবং পূর্বাশা সংলগ্ণ এলাকায় গাড়ী ও দ্বিচক্র যানবাহন ভাংচুর করা হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকায় অতিরিক্ত পুলিশ, টিএসআর ও আধাসামরিক বাহিনী মোতায়ন করা হয়৷ পুলিশের পদস্ত আধিকারিকরাও পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এই তান্ডবে কম করেও ২০-২৫ জন আহত হয়েছেন৷ Land 5প্রাণহাণীর ঘটনার সুনির্দিষ্ট খবর নেই৷ বিবেকানন্দ ময়দানে রাত পর্যন্ত নিরাপত্তা হীনতায় অবস্থান করেন বেশ কিছু সংখ্যক আইপিএফটি নেতা ও সমর্থক৷ অবশ্য প্রশাসনের তরফে অপেক্ষমান ঐসব লোক জনদেরকে রাজ্যের বিভিন্ন স্থানে তাদের বাড়ি ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়৷ অবশ্য এক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়ায় যানবাহন৷ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তা হীনতায় মিছিলে নিয়ে আসা গাড়ির চালকদের অনেকেই আত্মগোপন করেছেন৷ স্বাভাবিক কারণেই সমস্যা দেখা দেয়৷ রাতে খোঁজ খবর নিয়ে জানা গেছে আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে সরকারী তরফে প্রাণহাণীর কোন খবর নেই৷
Land 6উল্লেখ্য আইপিএফটি নামধারী উপজাতি ভিত্তিক আঞ্চলিক এই দলটি পৃথক ত্রিপুরা গঠনের দাবীতে গত বেশ কিছু দিন ধরেই সোচ্চার হয়ে উঠেছে৷ পাহাড়ী এলাকায় উপজাতি অংশের জনগণের মধ্যে জাত্যাভিমানী শ্লোগান তুলে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা এবং এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের স্বপ্ণ উগরে দিয়ে তাদেরকে আকর্ষিত করার চেষ্টা করা হয়৷ সে কারণেই উপজাতি অংশের একাংশ মানুষজন আইপিএফটির ডাকে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে মিছিল ও বিবেকানন্দ ময়দানে জমায়েতে সামিল হয়৷ এর আগেও রাজধানী আগরতলা শহরে মিছিলের নামে উশৃঙ্খল আচরণ করেছে আইপিএফটি সমর্থকরা৷ মঙ্গলবার ফের একই কায়দায় রাজধানী Land 7আগরতলা শহরে পথ চলতি সাধারণ মানুষের উপর হামলা হুজ্জতি সংগঠিত করে অশান্তি পরিবেশ কায়েম করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় আইপিএফটি৷
তাদের এই সব উশৃঙ্খল আচরণ ও উদ্যত্ত শহর এলাকার শান্তিকামী জাতি-উপজাতি উভয় অংশের মানুষ কোন ভাবেই মেনে নিতে পারেন নি৷ সে কারণেই শহর এলাকার মানুষজন মঙ্গলবার আইপিএফটির বিরুদ্ধে সোচ্চার হয়৷
আগরতলা শহর এলাকায় আইপিএফটির উশৃঙ্খল আচরণ সামাল দিতে আগে থেকেই পুরোপুরি প্রস্তুত ছিল রাজ্য আরক্ষা প্রশাসন৷ সকাল থেকেই রাজধানী শহর এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা Land 8হয়৷ শহর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটায় জেলা শাসক মিলিন্দ রামটেক, জেলা পুলিশ সুপার অভিষেক সপ্তর্ষি সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ময়দানে নামেন৷ তারা স্পর্শঘাতক এলাকাগুলিতে অবস্থান করে পরিস্থিতি মোকাবেলা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন৷ তাতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠে৷ উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে আগরতলা শহর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়৷ এদিকে ঘটনার পর পরই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে৷ এই ঘটনার জন্য বিভিন্ন মহল থেকে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷ এই ঘটনাকে পরিকল্পিত বলেও আখ্যায়িত করা হয়েছে৷ এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবণতি ঘটনার যথেষ্ট আশঙ্খা Land 9রয়েছে৷ এইসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে৷