নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করা হল সোনা পাচার চক্রের সঙ্গে জড়িত এক মহিলাকে| হায়দরাবাদের বাসিন্দা ধৃত ওই মহিলার কাছ থেকে ২.২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে| যার বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা| ধৃত মহিলার নাম ফারহাত উন্নিসা| এয়ার ইনটেলিজেন্স ইউনিট জানিয়েছে, এই মহিলা দুবাই থেকে প্রায়ই যাওয়া আসা করেন| সোমবার দুবাই থেকে জেট এয়াওয়েজের বিমানে এসেছিলেন তিনি| জিজ্ঞাসাবাদের সময় সোনা পাচার করার কথা স্বীকার করে নেন তিনি|
এয়ার ইনটেলিজেন্ট ইউনিট জানিয়েছে, অন্তর্বাসের মধ্যে লুকিয়ে ৬৪ লাখ টাকার সোনা পাচার করছিলেন ওই মহিলা| জেরায় ধৃত মহিলা জানিয়েছে, অন্য এক ব্যক্তির নির্দেশে তিনি এই কাজ করতেন|
2016-08-24