মোগাদিসু, ২২ আগস্ট (হি.স.) : সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে| সোমবার স্থানীয়
কর্তৃপক্ষ এখবর জানিয়েছে| জানা গিযেছে, রবিবার দেশের গালকায়ো শহরে স্থানীয় সরকারি অফিস ও একটি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে| বিস্ফোরণের সময় গুলির আওয়াজও পাওয়া গিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে| এদিকে হামলার কিছুক্ষণ পরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আল শাহাব|
উল্লেখ্য, দেশে এ ধরনের বোমা বিস্ফোরণ ঘটনা প্রায়ই ঘটে| এসব ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে আল শাহাবসহ বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী জড়িত|
2016-08-23

