সাবধান ইন্টারনেট ব্যবহারকারীরা, টোরেন্ট সাইটে ঢুকলেই ৩ বছর জেল ও জরিমানা

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারকারীরা| ভারতে বসে টোরেন্ট ওয়েবসাইটে ঢুকলে শাস্তির handcuffমুখে পড়তে হতে পারে ব্যবহারকারীদের| হতে পারে তিন বছরের জেল এবং ৩ লাখ টাকা জরিমানাও| এমনই কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার|
ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করতে একটি বার্তা দেওয়া হয়েছে| সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে, ‘আদালতের নির্দেশ ও সরকারি অথরিটির পরামর্শে এই ইউআরএল ব্লক করে দেওয়া হয়েছে| এই সাইট দেখা, এর থেকে ডাউনলোড করা, এই ইউআরএল-এর কোনও কনটেন্ট নকল করার চেষ্টা করা হলে তা ভারতীয় আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ| ১৯৫৭ সালের কপিরাইট আইনের ৬৩, ৬৩-এ, ৬৫ ও ৬৫-এ ধারায় তিন বছর জেল ও ৩ লাখ টাকা জরিমানা হতে পারে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *