শিশুদের সঙ্গে যৌন অপরাধের দায়ে লন্ডন বিমানবন্দরে গ্রেফতার বৃটিশ ধর্মযাজক

লন্ডন, ২২ আগস্ট (হি.স.) : শিশুদের সঙ্গে যৌন অপরাধের দায়ে রবিবার লন্ডন বিমান বন্দর থেকে গ্রেফতার করা হল এক londonবৃটিশ ধর্মযাজককে| ধৃতের নাম লরেন্স সোপার| কসোভো থেকে লন্ডন ফেরার পথে সোপারকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে| বর্তমানে বাহাত্তর বছরের সোপারকে ১৯৭২ থেকে ১৯৮৬ সালের মধ্যে ন’টি বেআইনি যৌনাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস| লন্ডনের একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে পড়ানোর সময় এই ধর্মযাজক পাঁচ ছাত্রীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন বলে অভিযোগ|
ব্রিটেন ও কসোভোর মধ্যে চলতে থাকা সুদীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্তকে| গত মে মাসেই ব্রিটেনের জারি করা গ্রেফতারি পরোয়ানার মাধ্যেমেই প্রথম গ্রেফতার করা হয়েছিল সোপারকে| কিন্তু কসোভো পুলিসের কাছে তিনি তখন পরিচিত ছিলেন ‘ফাদার লরেন্স’ নামে| তাঁর পুরো নাম অ্যান্ড্রু চার্লস কিংস্টোন সোপার বলেই জানত কসোভো প্রশাসন| আর সেকারণেই কসোভোর একটি আদালত তাঁকে ব্রিটেনের হাতে প্রত্যার্পণ করতে গড়রাজি হয় বলে জানা গিয়েছে|