পার্টি চলাকালীন ২ বন্দুকবাজের হামলা, আমেরিকায় জখম ১৩

কানেক্টিকাট (আমেরিকা), ২২ আগস্ট (হি.স.): বাড়িতে পার্টি চলাকালীন ২ বন্দুকবাজের গুলিতে জখম হলেন ১৩ জন| রবিবার terroristtriঘটনাটি ঘটেছে আমেরিকার কানক্টিকাটে| পুলিশের অনুমান, পার্টি চলাকালীন ২ বন্দুকবাজ ওই বাড়ির পিছনদিকের একটি দেওয়ালের পেছন থেকে গুলি চালিয়েছে| প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ| আততায়ীদের অভিপ্রায় এখনও জানতে পারেনি পুলিশ|
জখম ১৩ জনের মধ্যে ৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখনও চিকিত্সাধীন| গুলিবিদ্ধ এক মহিলার অবস্থা সঙ্কটজনক| আহতদের মধ্যে বেশিরভাগেরই পায়ে গুলি লেগেছে| তবে পার্টি আয়োজনকারীর নাম এখনও জানতে পারেনি পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *