নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, বিহারে আহত ২৮ যাত্রী

নাওয়াদা (বিহার), ২২ আগস্ট (হি.স.): বিহারের নাওয়াদা জেলায় খাদে বাস পড়ে গিয়ে আহত হলেন ২৮ জন যাত্রী| সোমবার road acccident copyভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে নাওয়াদা জেলার রাজৌলি চেক পোস্টের কাছে| আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন|
পুলিশ জানিয়েছে, ভোররাতে (২:৩০ মিনিট) কলকাতা থেকে পাটনা যাচ্ছিল বেসরকারি বাসটি| রাজৌলি চেক পোস্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি| আহত হন ২৮ জন যাত্রী| তাঁদের রাজৌলি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসি|