দেশে ফিরলেন পি ভি সিন্ধু, রাজকীয় সংবর্ধনা

হায়দরাবাদ, ২২ আগস্ট (হি.স.): দেশে ফিরলেন রিও অলিম্পিকে ভারতের একমাত্র রুপোজয়ী কন্যা পুসারলা ভেঙ্কট সিন্ধু| রিও pvsindhuঅলিম্পিকে রুপোর পদক জিতে দেশের মান রেখেছেন এই ভারতীয় শাটলার | সোমবার তাঁকে রাজকীয় সংবর্ধনা দিল দেশ| ছাদ খোলা বাসে শহর পরিক্রমা করলেন সিন্ধু| সঙ্গে ছিলেন তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদ|
আজ সকালে হায়দরাবাদ বিমানবন্দরে নামেন সিন্ধু| রাজকীয় সংবর্ধনায় তাঁকে স্বাগত জানানো হয়| উপস্থিত ছিলেন তেলেঙ্গানা, অন্ধ্রর মন্ত্রী, বিশিষ্ট থেকে সাধারণ মানুষ| সিন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার রাস্তায় ঐতিহাসিক রোড শো-এর আয়োজন করা হয়| সিন্ধু ও তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদকে নিয়ে যেতে একটি বিশেষ বাসের ব্যবস্থাও করা হয়| ফুল দিয়ে সাজানো বাসে সিন্ধু ও গোপীচাঁদ রওনা দেন গাচিবাওলি স্টেডিয়ামের দিকে|
২০১১-য় ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর যে বাসে করে শহর পরিক্রমা করেছিল ধোনিবাহিনী, সেই বাসেই ঘোরানো হল পি ভি সিন্ধুকে| ঘরের মেয়ের অলিম্পিকে রুপো জয়ের আনন্দ উপভোগ করতে উত্সবের রঙে সেজেছে তাঁর শহর| সিন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরের রাস্তায় মোট ৫৮টি স্বাগত তোরণ নির্মাণ করা হয়|
ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ১২টা বেজে ৩৮ মিনিট| মন্থর গতিতে গাছিবাওলি স্টেডিয়ামে ঢুকল পিভি সিন্ধুর হুডখোলা বাস| ততক্ষণে গোটা স্টেডিয়ামে তিলধারণের জায়গা নেই| স্টেডিয়ামে ঢুকেই বিজয় মিছিলে অংশগ্রহণ করলেন সিন্ধু| গোটা দেশ এককথায় স্বীকার করেছে যে কোনও ব্যাডমিন্টন তারকার জন্য এমন সুবিশাল সংবর্ধনার আয়োজন ইতিপূর্বে কখনও করা হয়নি| রাজকীয় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত সিন্ধুও|
এদিন দুপুর পৌনে একটা নাগাদ মূল মঞ্চে ওঠেন সিন্ধু| ততক্ষণে মঞ্চের উপরে নিজেদের আসন গ্রহণ করেছেন তেলেঙ্গানার রাজনৈতিক ব্যক্তিত্বরা| সিন্ধুর একপাশে বসেছিলেন কোচ পুলেল্লা গোপীচাঁদ, আর অন্যপাশে বাবা পিভি রামন| সিন্ধু দর্শকদের উদ্দেশ্য একবার হাত নাড়েন| গোটা স্টেডিয়াম চিত্কারে তখন ফেটে পড়ছে| চলে খানিক সেলফি তোলার পালাও|
এরপরই সিন্ধুর হাতে মাইক্রোফোন ধরিয়ে দেওয়া হয় কিছু বলার জন্য| প্রথমেই তিনি বলেন, এতকিছু আয়োজন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ| এরপর তিনি আরও বললেন, আপনাদের সকলের আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ| আমাকে সমর্থন করার জন্য আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জানাই| তাঁরাই আমাকে খেলার জন্য উত্সাহিত করেছেন| এইভাবে রাজকীয় সংবর্ধনায় গোটা দিনটা উপহার দেওয়ার জন্য তিনি রাজ্য সরকারকেওধন্যবাদ জানান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *