নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট৷৷ ফের পিছিয়ে গেল রাজধানীতে সংঘটিত চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যা মামলায় রায়
ঘোষণা৷ গত বুধবারের পর সোমবারও পিছিয়ে গিয়েছে রায় ঘোষণা৷ সোমবার জেল কাস্টডি থেকে একজন আসামী পালিয়ে গিয়েছে বলে খবর৷ এর প্রেক্ষিতে এদিন রায় ঘোষণা স্থগিত হয়ে যায়৷ জানা গিয়েছে, ঐ আসামী জামিনে মুক্ত ছিল৷ তারপরও আদালতের নির্দেশে আসামী হাজির হয়েছিল এবং পরবর্তী সময়ে আদলতের হেপাজত থেকে পালিয়ে গিয়েছে৷ গত বুধবার বিচারক আদলতে অনুপস্থিত থাকায় রায় ঘোষণা হয়নি৷ তাই পরবর্তী দিন ধার্য্য করা হয়েছিল সোমবার৷ এই মামলার রায় ঘোষণার পরবর্তি দিন কবে ধার্য করা হয়েছে তা এখনও আদালত সূত্রে জানা যায়নি৷
২০১৩ সালের ৯ নভেম্বর আগরতলা শহরে নৃশংসভাবে খুন হন দিলীপ ঘোষ৷ রামনগর নয় নম্বর রোডের একটি ড্রেইন থেকে পুলিশ গৌতম দিলীপ ঘোষের মৃতদেহ উদ্ধার করে৷ এখনও পর্যন্ত পুলিশের তদন্তে যা খবর আগরতলা পুর নিগমের নিগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই মাফিয়া গোষ্ঠীর রেশারেশিতে খুন হন দিলীপ ঘোষ৷ ঘটনার পর পুলিশ তদন্ত চালিয়ে নয়জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে৷ তারা হলেন, আবু সাহেদ, ইয়াসিন মিয়া, প্রাণতোষ দাস, জগদীশ রবিদাস, নীহার রঞ্জন দাস, দিপদ মিয়া, সুব্রত ঘোষ, মুজিবর রহমান এবং বলরাম রাজভর৷ পুলিশ সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও দুইজন মুজিবর ও বলরাম এখনও পলাতক৷ পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ৷ দীর্ঘদিন জেলে রেখেই তাদের বিচার প্রক্রিয়া চলে৷ এর মধ্যে শারীরিক অসুস্থতার জন্য দীপক মিয়া এবং সুব্রত ঘোষকে জামিন দেওয়া হয়৷ এদিকে, সুব্রত পালিয়ে যায়৷ বাকিদের জেলে রেখেই বিচার প্রক্রিয়া চলে৷
2016-08-23

