টোকিও, ২২ আগস্ট (হি.স.): ঘূর্ণিঝড় মিনদুল আছড়ে পড়ল জাপানের রাজধানী টোকিওতে| শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি| প্রবল হাওয়ার কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে বহু ফ্লাইট| ঝড় জনিত ঘটনায় দেশজুড়ে এখনও পর্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ১২.৩০ মিনিট নাগাদ তাতেয়ামায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিনদুল|
সেন্ট্রাল টোকিও-র ২৩টি ওয়ার্ডে ভারী বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর| ১৪৮টি অর্ন্তদেশীয় ফ্লাইট বাতিল করেছে জাপান এয়ারলাইন্স| বিঘ্নিত হয়েছে রেল পরিষেবাও| গ্রেটার টোকিও এবং টোকাই অঞ্চলে সকালের দিকে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু ট্রেন|
2016-08-23