জিগীষা হত্যা মামলায় ২ জনকে মৃতু্যদণ্ড, যাবজ্জীবন তৃতীয় অপরাধীর

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): জিগীষা ঘোষ হত্যা মামলায় ২ অপরাধীকে মৃতু্যদণ্ড দিল দিল্লির আদালত| যাবজ্জীবন 3261255_origকারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয় অপরাধীকে| সাজাপ্রাপ্তরা হল রবি কাপুর, অমিত শুক্লা ও বলজিত্ সিং মালিক| মৃতু্যদণ্ডাদেশ দেওয়া হয়েছে রবি কাপুর ও অমিত শুক্লাকে| এই তিন জন আবার ইন্ডিয়া টুডে গ্রুপের সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন ও এক ট্যাক্সি চালক খুনে অভিযুক্ত| সেই মামলা চলছে|
২০০৯ সালে আইটি এক্সিকিউটিভ জিগীষা ঘোষকে অপহরণ করে খুন করা হয়| ২৮ বছরের জিগীষা হেউইট অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করতেন| ২০০৯ সালের ১৮ মার্চ দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে তাঁর বাড়ির কাছ থেকেই তাঁকে অপহরণ করে রবি, অমিত ও বলজিত্| এর দুই দিন পর ২০ মার্চ হরিয়ানার সূরযকুণ্ড থেকে জিগীষার মৃতদেহ উদ্ধার হয়|