এবার শচীনের কাছ থেকে বিএমডবলু গাড়ি উপহার পাচ্ছেন সিন্ধু

মুম্বাই, ২২ আগস্ট (হি.স.) : এবার সিন্ধুকে বিএমডবলু গাড়ি উপহার দিতে চলেছেন শচীন তেন্ডুলকর| রিও অলিম্পিকে sachin tendulkarমহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে রুপো জেতার জন্যই মাস্টার ব্লাস্টার তাঁকে এই দেবেন পলে জানিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব (টুর্নামেন্ট) পুন্নাইয়া চৌধুরী| চার বছর আগে লন্ডন অলিম্পিকে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ফেরার পর হায়দরাবাদেরই অপর এক শাটলার সাইনা নেহওয়ালকেও বিএমডবলু গাড়ি উপহার দিয়েছিলেন শচীন| এবার সিন্ধুকেও সেই একই উপহার দিতে চলেছেন এবারের অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত|
তবে শচীন তেন্ডুলকারের কাছ থেকে এর আগেও গাড়ি উপহার পেয়েছেন সিন্ধু | ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য সিন্ধুকে মারুতি সুহফট গাড়ি উপহার দিয়েছিলেন শচীন| এবার আরও ভাল গাড়ি পাচ্ছেন সিন্ধু| গাড়িটি কিনেছেন শচীনের ঘনিষ্ঠ বন্ধু তথা হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ভি চামুন্ডেশ্বরনাথ| আগামী ২৮ আগস্ট সিন্ধুর হাতে সেই গাড়ির চাবি তুলে দেবেন শচীন|
প্রসঙ্গত, সিন্ধুই প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা তথা ভারতের একমাত্র মহিলা অলিম্পিয়ান যিনিরুপোর পদক জয় করলেন| অলিম্পিক ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে পরাস্ত হন এই ২১ বছর বয়সী হায়দরাবাদি সুন্দরী| ইতিপূর্বেই বেশকিছু সংস্থা তাঁকে আর্থিক পুরস্কার প্রদান করবেন বলেও জানা গেছে|